ধোনির শহরে প্রোটিয়াদের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লক্ষ্যে কোহলি অ্যান্ড কোম্পানি
ধোনির শহরেই প্রোটিয়া বাহিনীকে হোয়াইটওয়াশ করতে কোনও পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
নিজস্ব প্রতিবেদন : শনিবার থেকে ধোনির শহর রাঁচিতে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় তথা টেস্ট। ভাইজ্যাগ এবং পুণেতে প্রথম দুটি টেস্ট জিতে আগেই সিরিজ জয় করে ফেলেছেন কোহলিরা। তবে এখানেই থেমে থাকতে চাইছেন না কোহলি এন্ড কোম্পানি। শেষ টেস্টও জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের পয়েন্ট বাড়িয়ে রাখতে চান বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা।
SET for Test Match 3 against South Africa #TeamIndia #INDvSA pic.twitter.com/0Htv31nPwW
— BCCI (@BCCI) October 18, 2019
ধোনির শহরেই প্রোটিয়া বাহিনীকে হোয়াইটওয়াশ করতে কোনও পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দক্ষিণ আফ্রিকার উপরে কার্যত ছড়ি ঘোরাচ্ছেন রোহিত, কোহলি, সামি, অশ্বিনরা।
.@ImIshant at it in the nets #INDvSA pic.twitter.com/awwI9ua3lk
— BCCI (@BCCI) October 18, 2019
রাঁচিতে নামার আগে আত্মবিশ্বাসও তুঙ্গে ভারতীয় দলের। ভাইজ্যাগ আর পুনে দুটি টেস্ট মিলিয়ে মাত্র ষোলো উইকেট খুইয়েছে ভারত। মায়াঙ্ক-রোহিতদের আটোসাটো ব্যাটিং, সঙ্গে অশ্বিন-জাদেজাদের ভেলকিতে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করাই এখন পাখির চোখ কোহলিদের।
আরও পড়ুন - বাংলাদেশকে ব্যঙ্গ করে বিজ্ঞাপন, রেগে আগুন লিটন দাসদের সমর্থকরা