সিরিজে আবারও অলআউট দক্ষিণ আফ্রিকা, এবার পেসের সামনে হিমশিম আমলারা

সিরিজে আরও একটা ম্যাচে অলআউট হল দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ম্যাচে ২০৪ রানে শেষ হল তাদের ইনিংস। 

Updated By: Feb 16, 2018, 08:16 PM IST
সিরিজে আবারও অলআউট দক্ষিণ আফ্রিকা, এবার পেসের সামনে হিমশিম আমলারা

নিজস্ব প্রতিবেদন: ওয়ান ডে সিরিজের ষষ্ঠ তথা শেষ ম্যাচেও ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খেল দক্ষিণ আফ্রিকা। ৪৬.৫ ওভারে মাত্র ২০৪ রানে অলআউট প্রোটিয়াবাহিনী। ভারতের সামনে টার্গেট ২০৫। এদিন আবার স্পিন নয়, আমলাদের ব্যাটিংয়ে ধস নামালেন নবাগত পেসার শার্দুল ঠাকুর।  

শুক্রবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। এদিন দলে একটি বদল করেছেন তিনি। ভুবনেশ্বর কুমারের জায়গায় খেলছেন শার্দুল ঠাকুর। সেই শার্দুল দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচেই চমকে দিলেন। ম্যাচে ৪টি উইকেট তুলে নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের বড় ভরসা হাসিম আমলার উইকেট তুললেন শার্দুল ঠাকুর। তাঁর শিকার হয়েছেন প্রোটিয়া অধিনায়ক অ্যাডেন মার্করামও। ৮.৫ ওভার হাত ঘুরিয়ে ৫২ রান দিয়ে ৪টি উইকেট তুলেছেন শার্দুল ঠাকুর। জসপ্রীত বুমরার খাতায় ২টি উইকেট। পেসাররাই তুলে নিয়েছেন ৬টি উইকেট। রিস্ট স্পিনের জুজু তো ছিলই, পেস আক্রমণের সামনেও নাজেহাল হল মার্করামের দল।   

 

  দক্ষিণ আফ্রিকার হয়ে বলার মতো রান করেছেন খায়া জোন্ডো। তাঁর সংগ্রহে ৫৪ রান। এবি ডেভিলিয়ার্স আবারও ব্যর্থ। মোক্ষম সময়ে তাঁকে ফিরিয়েছেন যুজবেন্দ্র চহল। তিনি এদিন তিনি ২টি উইকেট পেয়েছেন। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট পেয়েছেন। 

ভারতের ব্যাটসম্যানরা যে ফর্মে রয়েছেন, তাতে ২০৪ রান লড়াই করার স্কোর নয়। ৫-১ করার দিকে এগোচ্ছে বিরাটবাহিনী। 

.