India vs South Africa: পেসারদের দাপটে সেঞ্চুরিয়নে ১১৩ রানে টেস্ট জিতল ভারত
দুরন্ত জয় ভারতের।
ভারত ৩২৭ ও ১৭৪
দক্ষিণ আফ্রিকা (টার্গেট ৩০৫) ১৯৭ ও ১৯১
ভারত জয়ী ১১৩ রানে
নিজস্ব প্রতিবেদন: বক্সিং ডে টেস্টে ভারতের (Team India) জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জেতার জন্য ভারতের দরকার ছিল ৬ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২১১ রান। অ্যাডভান্টেজে থাকা ভারতই শেষ হাসি হাসল। প্রোটিয়া বাহিনী গুটিয়ে গেল ১৯১ রানে। পেসারদের দাপটে বিরাট কোহলি অ্যান্ড কোং ১১৩ রানে টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি পেলেন তিন উইকেট করে। জোড়া উইকেট মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিনের।
আরও পড়ুন: Jasprit Bumrah: বিদেশে বুমরার বেনজির ১০০! টেস্ট মাইলস্টোনে ইতিহাস ভারতীয় পেসারের
— BCCI (@BCCI) December 30, 2021
টেস্টের চতুর্থ দিন ভারতীয় ব্যাটিং লাইন আপের চূড়ান্ত ফ্লপ শো দেখেছে সেঞ্চুরিয়ন। তৃতীয় দিনের শেষ দিকে ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়েছিল ভারত। নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিলেন শার্দূল ঠাকুর। দিনের শেষে শার্দূল ৪ রানে অপরাজিত ছিলেন। অন্য দিকে প্রথম ইনিংসে ১২৩ রান করা কেএল রাহুল অপরাজিত ছিলেন ৫ রানে। বুধবার ভারতীয় ব্যাটারদের মধ্যেই কেউই বড় রান করতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। যার ফলে টিম ইন্ডিয়া গুটিয়ে যায় ১৭৪ রানে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৪ বলে ৩৪ রান করেছেন ঋষভ পন্থ। এরপর বাকিটা বুঝে নেয় ভারতের পেসাররা। চতুর্থ দিনের শেষেই তাঁরা বুঝিয়ে দেন যে, পঞ্চম দিনে যদি বৃষ্টি 'ভিলেন' হয়ে না দাঁড়ায় বা অবিশ্বাস্য কিছু না ঘটে, তাহলে শেষ হাসি হাসবে ভারতই। সেটাই ঘটল এদিন।
আরও পড়ুন: Virat Kohli: বারবার ব্যর্থ বিরাট! এবার মুখ খুললেন ব্যাটিং কোচ Vikram Rathour
আগামী সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরপর ১১ জানুয়ারি সিরিজের তৃতীয় ও অন্তিম টেস্ট খেলবে দুই দল। ১৯৯২-৯৩ মরশুমে মহম্মদ আজহারউদ্দিনের অধিনায়কত্বে প্রথমবার রামধনু দেশে গিয়েছিল ভারত। তবে গত ২৯ বছরে সেই দেশে টেস্ট সিরিজ জয় এখনও অধরা। মাত্র তিনটি টেস্ট জিতেছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। কোহলি যদি দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিততে পারেন তাহলে অনন্য ইতিহাস লিখবেন তিনি। প্রথম ভারত অধিনায়ক হিসাবে এই নজির গড়বেন তিনি। দেখা যাক কোহলি কী ইতিহাস লিখতে পারেন দক্ষিণ আফ্রিকার মাটিতে!