পাক জয়ের আমেজ নিয়েই রবিবার গেইলদের মুখোমুখি মেন ইন ব্লু

জয় দিয়েই টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয়ের উচ্ছ্বাস পালন করতে না করতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ধোনিরা। রবিবারের এই ম্যাচে ক্রিস গেইলকে আটকানোটাই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। তাই ম্যাচের প্রথম থেকেই গতবারের চ্যাম্পিয়নদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে ভারতীয় দল।গ্রিন ব্রিগেডকে হারিয়ে এবার ক্যারিবিয়ান চ্যালেঞ্জের সামনে মেন ইন ব্লু-রা।

Updated By: Mar 22, 2014, 10:38 PM IST

জয় দিয়েই টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয়ের উচ্ছ্বাস পালন করতে না করতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ধোনিরা। রবিবারের এই ম্যাচে ক্রিস গেইলকে আটকানোটাই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। তাই ম্যাচের প্রথম থেকেই গতবারের চ্যাম্পিয়নদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে ভারতীয় দল।গ্রিন ব্রিগেডকে হারিয়ে এবার ক্যারিবিয়ান চ্যালেঞ্জের সামনে মেন ইন ব্লু-রা।

রবিবার টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিদের মুখোমুখি ভারত। শুক্রবার প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় যেন নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে ভারতীয় শিবিরে। রবিবারের ম্যাচকে মূলত ক্রিস গেইল বনাম ভারতীয় স্পিনারদের লড়াই হিসাবে দেখা হচ্ছে। অশ্বিন, মিশ্র, জাদেজা ত্রয়ী বিধ্বংসী এই ব্যাটসম্যানের জন্য সমস্যা তৈরি করতে পারেন বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে অমিত মিশ্রর ফর্ম বাড়তি ভরসা জোগাচ্ছে ভারতীয় শিবিরকে। গেইল ছাড়াও ডোয়েন স্মিথ, ডোয়েন ব্রাভো এবং মার্লন স্যামুয়েলসও রয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনায়। পাকিস্তানের বিরুদ্ধে কম রান সহজেই তাড়া করে নিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উইকেট ছুঁড়ে দেওয়ার প্রবণতায় নিয়ন্ত্রণ আনতে হবে বলে মত বিশেষজ্ঞদের। সুরেশ রায়নার ফর্ম সবচেয়ে স্বস্তিতে রাখছে মহেন্দ্র সিং ধোনিকে। ব্যর্থ হওয়া সত্বেও রায়নাকে বারবার দলে নেওয়ায় প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছিল ধোনিকে। কি ভাবে ভারতীয় ব্যাটসম্যানরা সুনীল নারিনকে খেলবেন সেদিকে তাকিয়ে ক্রিকেট প্রেমিরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে উইনিং কম্বিনেশন বদল না আনারই সম্ভাবনা বেশি ভারতের। সেক্ষেত্রে নিজেকে প্রমাণ করার আরেকটি সুযোগ পেতে পারেন যুবরাজ সিং।

.