কোচ বিতর্ক কাটিয়ে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জয় ভারতের

Updated By: Jul 29, 2017, 05:40 PM IST
কোচ বিতর্ক কাটিয়ে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জয় ভারতের

ওয়েব ডেস্ক : ICC চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালিন কোচ বিতর্ক! তারপর নতুন কোচ নির্বাচন। তাই নিয়েও বিতর্ক খুব একটা কম হয়নি। একরকম বিতর্কে ভর করেই শ্রীলঙ্কা সফরে যায় টিম কোহলি। অথচ, সেখানে গিয়েই মিরাকেল। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়ে বিতর্কের জবাব দিল ভারত। সেই সঙ্গে ১-০তে এগিয়ে গেল তারা।

প্রথম ইনিংসে শিখর ধবন ও চেতেশ্বর পুজারার ব্যাটে ভর করে ৬০০ রানের বিশাল পাহাড় তৈরি করে কোহলি অ্যান্ড কোম্পানি। জবাবে প্রথম ইনিংসে ২৯১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলোঅন না দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১০৩ ও অভিনব মুকুন্দে ৮১ রানের সাহায্যে শ্রীলঙ্কার সামনে জেতার জন্য ৫৫০ রানের বিশাল টার্গেট রাখা হয়।

আরও পড়ুন- তিন ধরনের ক্রিকেটে বিরাটের মতো রানের গড় বিশ্বে আর কারও নেই

দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফের শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে ধস নামে। ওপেনার করুনারত্নে সঙ্গে তৃতীয় উইকেটে মেন্ডিস ও পঞ্চম উইকেটে ডিকওয়েল কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, ব্যক্তিগত ৯৭ রানে করুনারত্নে আউট হয়ে ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট পান জাদেজা ও অশ্বিন। মহম্মদ শামি ও উমেশ যাদব পেয়েছেন একটি করে উইকেট।

আরও পড়ুন- দ্বিতীয় ইনিংসে বড় রান করার পর কী বললেন অভিনব মুকুন্দ?

.