অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় পেল ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় পেল ভারত। পার্থে পঞ্চাশ ওভারে ম্যাচে চৌষট্টি রানে জয় পেল মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে দুশো উনপঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় ধোনি ব্রিগেড। রোহিত শর্মা ও মনীশ পাণ্ডের অর্ধশতরান ছাড়া একচল্লিশ রান করেন রাহানে। ব্যাট হাতে ব্যর্থ ধাওয়ান, কোহলি, ধোনি। পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েও ব্যর্থ গুরকিরত সিং। জবাবে একশো পঁচাশি রানেই শেষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দুটি করে উইকেট পান ঋশি ধাওয়ান, আশ্বিন, জাদেজা ও অক্ষর প্যাটেল। বোলিং বিভাগে উমেশ,অশ্বিনদের পারফরম্যান্স স্বস্তি দিলেও টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে ব্যাটসম্যানরা। শনিবার পুরো পঞ্চাশ ওভারও ব্যাট করতে পারেনি ভারত। এদিনের ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান করার সিরিজের প্রথম ম্যাচে মনীশ পাণ্ডের খেলার সম্ভাবনা আরও বাড়ল।
ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় পেল ভারত। পার্থে পঞ্চাশ ওভারে ম্যাচে চৌষট্টি রানে জয় পেল মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে দুশো উনপঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় ধোনি ব্রিগেড। রোহিত শর্মা ও মনীশ পাণ্ডের অর্ধশতরান ছাড়া একচল্লিশ রান করেন রাহানে। ব্যাট হাতে ব্যর্থ ধাওয়ান, কোহলি, ধোনি। পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েও ব্যর্থ গুরকিরত সিং। জবাবে একশো পঁচাশি রানেই শেষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দুটি করে উইকেট পান ঋশি ধাওয়ান, আশ্বিন, জাদেজা ও অক্ষর প্যাটেল। বোলিং বিভাগে উমেশ,অশ্বিনদের পারফরম্যান্স স্বস্তি দিলেও টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে ব্যাটসম্যানরা। শনিবার পুরো পঞ্চাশ ওভারও ব্যাট করতে পারেনি ভারত। এদিনের ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান করার সিরিজের প্রথম ম্যাচে মনীশ পাণ্ডের খেলার সম্ভাবনা আরও বাড়ল।