ডোপিংয়ের অভিযোগে ২ বছর নির্বাসিত ভারতের বাস্কেটবল খেলোয়াড় সতনাম সিং ভামরা
দ্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বৃহস্পতিবার জানায় তারা ২ বছরের জন্য নির্বাসন করেছে সতনামকে।
নিজস্ব প্রতিবেদন: ডোপিংয়ের দায়ে নির্বাসিত হলেন ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় সতনাম সিং ভামরা। দ্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বৃহস্পতিবার জানায় তারা ২ বছরের জন্য নির্বাসন করেছে সতনামকে। নাডা জানায়, সতনাম নিষিদ্ধ হাইজেনামাইন সেবন করেন। ২০১৫ সালে প্রথম বাস্কেটবল খেলোায়াড় হিসেবে তিনি NBAতে যোগ দেন।
আরও পড়ুন: AGM-এর আগে বরখাস্ত BCCI কর্তা, ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে
সতনামের বিরুদ্ধে অনেক দিন ধরেই মামলা চলছিল কিন্তু নানা কারণে শুনানি পিছোতে থাকে। এরমধ্যে শুরু হয় কোভিড মহামারি যার ফলে আরও পিছিয়ে যায় শুনানি। অবশেষে একবছর ধরে চলার পর নিজেদের সিদ্ধান্ত জানাল নাডা। তাদের মতে সতনাম যে ওষুধ খেয়েছেন তাঁর গঠনগত মান সম্পর্কে খোঁজ নেননি যার ফলেই এই বিপত্তি।
আরও পড়ুন: Boxing day test- এও ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া, দাবি ওয়ার্নের
২০১৯ সালের ১৯শে নভেম্বর থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন সতনাম। নাডার শর্তসাপেক্ষেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানান। তাই তাঁর নির্বাসন গতবছর থেকেই কার্যকরী হবে বলে জানানো হয়েছে। ২০২১ সালের ১৮ নভেম্বর পর্যন্ত তিনি নির্বাসিত থাকবেন।