অলিম্পিকের দরজা খুলে দেশে ফিরলেন বিজেন্দ্র`রা

অলিম্পিকে যোগ্যতা অর্জন করার পর দেশে ফিরলেন ৭ ভারতীয় বক্সার। লন্ডন অলিম্পিকের টিকিট নিশ্চিত করে দেশে ফেরার পর উচ্ছ্বসিত বিশ্বের প্রাক্তন এক নম্বর বিজেন্দ্র সিং। নিজের সাফল্যের থেকেও, সমালোচকদের মুখ বন্ধ করতে পেরে বেশি তৃপ্ত বেজিং অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী এই বক্সার।
বিজেন্দ্র`র পাশাপাশি কাজাখস্তানে এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার-এ দুরন্ত পারফরম্যান্স করেছেন তরুণ বক্সাররা। মাত্র ১৮ বছর বয়সে ভারতের তরুণ বক্সার হিসাবে বিশ্বের সর্বোচ্চ ইভেন্টে জায়গা করে নিয়েছেন শিবা থাপা। সেই সঙ্গে জেতেন সোনাও। দেশে ফেরার পর তরুণ বক্সার জানাচ্ছেন, লন্ডনে তাঁরা সাফল্যের জন্য সেরাটা উজাড় করে দেবেন। লন্ডনে বক্সিংয়ের ৬টি বিভাগে প্রতিনিধিত্ব করবে ভারত।
জুলাইয়ের ২৮ থেকে ১২ অগাস্ট পর্যন্ত লন্ডনের এক্সেল এক্সিভিশন সেন্টারে বক্সিংয়ের ইভেন্টগুলি হবে। ৪ বছর আগে বেজিং অলিম্পিকে শুটিং, কুস্তির পাশাপাশি পদক এসেছিল বক্সিং থেকে। তাই কোয়ালিফায়ার রাউন্ডে সাফল্যের পর ভারতীয় বক্সারদের ঘিরে এখন থেকেই উত্‍সাহ বাড়ছে ক্রীড়ামহলে।
 
 

English Title: 
indian boxing in olympics 2012
Home Title: 

অলিম্পিকের দরজা খুলে দেশে ফিরলেন বিজেন্দ্র`রা

No
4786
Is Blog?: 
No
Section: