চ্যাম্পিয়ন্স ট্রফিতে মলিন `চাক দে`-র সুর
এবারও ঝুলি শূন্যই রয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চতুর্থ স্থান পেল ভারত। ব্রোঞ্জ মেডেলের জন্য প্লে অফ ম্যাচে চিরপ্রতিন্দন্দ্বী পাকিস্তানের কাছে তিন-দুই গোলে হেরে যায় মাইকেল নবসের দল। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবারও খালি হাতে ফিরতে হল ভারতীয় হকি দলকে।
এবারও ঝুলি শূন্যই রয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চতুর্থ স্থান পেল ভারত। ব্রোঞ্জ মেডেলের জন্য প্লে অফ ম্যাচে চিরপ্রতিন্দন্দ্বী পাকিস্তানের কাছে তিন-দুই গোলে হেরে যায় মাইকেল নবসের দল। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবারও খালি হাতে ফিরতে হল ভারতীয় হকি দলকে।
ম্যাচের শুরুতে রঘুনাথের গোলে এগিয়ে গেছিল ভারত। পিছিয়ে পরার পর আক্রমনে ঝড় তোলে পাকিস্তান। বিরতির আগেই মহম্মদ রিজওয়ানের গোলে সমতা ফেরায় তারা। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের আক্রমনাত্মক খেলার সামনে কার্যত হারিয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। আরও ২টি গোল করেন রাসোল আর মোহাম্মদ আতিক। খেলার শেষদিকে রুপিন্দর সিংয়ের গোলে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি ভারতের। ফলে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল মাইকেল নবসের ভারতকে।