World Athletics Championships: আন্তর্জাতিক মঞ্চে ব্রোঞ্জ জিতে ভারতের বাজিমাত
টুর্নামেন্টে ভারতের পঞ্চম পদক চলে এল।
নিজস্ব প্রতিবেদন: খেলাধুলোয় এক অসাধারণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। ফের একবার আন্তর্জাতিক মঞ্চে পদক জিতলেন দেশের অ্যাথলিটরা। অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ পদক জিতলেন ভরত শ্রীধর, প্রিয়া মোহন, সামি ও কপিল। ৩ মিনিট ২০.৫৭ সেকেন্ডে দৌড়ে শেষ করে ভারতের মিক্সড রিলে দল তৃতীয় স্থানে শেষ করেছে কেনিয়ার নাইরোবিতে। এই টুর্নামেন্টে এটি ভারতের পঞ্চম পদক।
(@WorldAthletics) August 18, 2021
আরও পড়ুন: T20 World Cup: Smith-Warner দের নিয়ে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
(@afiindia) August 18, 2021
দেখতে গেলে ভারতীয়দের এই ইভেন্ট পয়মন্ত। অতীতে সীমা অন্তিল (২০০২ সালে ডিসকাসে ব্রোঞ্জ), নভজিত কৌর ধিলন (২০১৪ সালে ডিসকাসে ব্রোঞ্জ), নীরজ চোপড়া (২০১৪ সালে জ্যাভেলিনে সোনা) ও হিমা দাস (২০১৮ সালে ৪০০ মিটারে সোনা) ভারতকে গর্বিত করেছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)