রবিবারের একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করছে ভারত
রবিবার ওয়েস্টইন্ডিজ সফরে একমাত্র টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে ভারত। একদিনের সিরিজ জিতে টি-২০ ম্যাচে নামছে কোহলি ব্রিগেড। দীর্ঘ দিন পর ওয়েস্ট ইন্ডিজ দলে কামব্যাক করেছেন ক্রিস গেইল। বেশ কয়েকজন সিনিয়ার ক্রিকেটার ফেরায় ক্যারিবিয়ান দলে শক্তি তাই অনেকটাই বেড়েছে।
ওয়েব ডেস্ক : রবিবার ওয়েস্টইন্ডিজ সফরে একমাত্র টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে ভারত। একদিনের সিরিজ জিতে টি-২০ ম্যাচে নামছে কোহলি ব্রিগেড। দীর্ঘ দিন পর ওয়েস্ট ইন্ডিজ দলে কামব্যাক করেছেন ক্রিস গেইল। বেশ কয়েকজন সিনিয়ার ক্রিকেটার ফেরায় ক্যারিবিয়ান দলে শক্তি তাই অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন- গেইলদের বিরুদ্ধে একমাত্র টি২০ ম্যাচে ওপেন করতে পারেন বিরাট কোহলি
রবিবারের এই একমাত্র টি টোয়েন্টি ম্যাচ দিয়েই এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করতে চলেছে ভারত। একদিনের সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার। তবুও শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ গতবছর ফ্লোরিডায় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এই দলই। অবশ্য ভারতীয় দলের ক্রিকেটারদের বর্তমান ফর্মের বিচারে এগিয়ে ভারতই। একদিনের ম্যাচে সুযোগ না পেলেও রবিবার অভিষেক হতে পারে নবাগত ঋষভ পন্থেরও। পেস ব্রিগেড সামলাবেন ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব। স্পিনার হিসাবে খেলতে পারেন কুলদীপ যাদব।