ম্যাচের সেরা হলেও হতাশ সূর্য কুমার যাদব।
নিজস্ব প্রতিবেদন: সরকারি খাতায় ওঁর নাম সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) হলেও বন্ধুরা ভালবেসে ডাকেন 'SKY'। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি
ম্যাচে ৪০ বলে ৬২ রান করার পর মুম্বইকর জানিয়ে দিলেন যে আকাশ যেহেতু সীমাহীন তাই সেটাই মাপকাঠি হিসেবে ধরা উচিত।
ম্যাচের শেষে অভিজ্ঞ সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন সূর্য। বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে সূর্য বলেন, 'আকাশ তো সীমাহীন। তাই অল্প সাফল্যে ভেসে না গিয়ে বড় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমি সেটাকে মাপকাঠিকে সামনে রেখে এগিয়ে যেতে চাই।'
নেটে যে ভাবে খোলামেলা মেজাজে তিনি ব্যাট করেন, ঠিক সে ভাবেই বাইশ গজের যুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন সূর্য। কিউই বোলাররা তাঁর বিরুদ্ধে পরিকল্পনা করে মাঠে নামলেও সেটা কাজে আসেনি।
আরও পড়ুন: Champions Trophy in Pakistan: কেন Team India-র পাক সফর অনিশ্চিত?
BCCI (@BCCI) November 18, 2021
সূর্য যোগ করেন, 'আমার ধারণা নিউজিল্যান্ড যথেষ্ট পরিকল্পনা করে মাঠে নেমেছিল। কভার ড্রাইভ আমার পছন্দের শট হলেও এই ইনিংসে সহজে মারতে পারিনি। তাই রান করার জন্য অন্য শটের সাহায্য নিতে হয়েছিল।' এরপরেই তিনি যোগ করেন, 'আমি প্রথমে ভেবেছিলাম যে মিচেল সেন্টনারকে টার্গেট করব। কিন্তু রোহিত নতুন লেগ স্পিনারকে আক্রমণ করতে বলেছিল। ওর পরামর্শ মেনে নেওয়ার জন্য দ্রুত রান তুলতে আরও সুবিধা হল।'
স্ত্রী দেভিশার জন্মদিনে জোড়া সাফল্য। স্বভাবতই ম্যাচের সেরা পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন সূর্য। তবে একইসঙ্গে ম্যাচ শেষ করে না আসতে পারার জন্যও হতাশ সূর্য।
শেষে তিনি যোগ করেন, 'ম্যাচ শেষ করতে না পারার জন্য আমি অবশ্যই হতাশ। যে ফর্মে ব্যাট করছিলাম তাতে দল জিতিয়ে মাঠ ছাড়া উচিত ছিল। আইপিএল-এ ট্রেন্ট বোল্টের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। নেটে এ ভাবে অনেক বার আউট হয়েছি। তবে এ বার থেকে এমন ভুল হবে না। ভুল থেকে শিক্ষা নিলাম।'
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
VAN-W
|
VS |
SAM-W
|
Vanuatu Women beat Samoa Women by 9 runs | ||
Full Scorecard → |
SAM-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Samoa Women by 4 wickets | ||
Full Scorecard → |
VAN-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Vanuatu Women by 35 runs | ||
Full Scorecard → |