INDvsWI: Dhawan, Shreyas, Ruturajসহ আটজন কোভিডে আক্রান্ত, চিন্তায় Rohit-এর Team India
শুরুতেই বড় ধাক্কা খেলেন রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। করোনায় আক্রান্ত হলেন ভারতের তিন জন ক্রিকেটার ও পাচজন সাপোর্ট স্টাফ। এঁদের মধ্যে রয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার ও রুতুরাজ গায়কোয়াড়। বাকি পাঁচজন দলের সাপোর্ট স্টাফ। কোভিড পজিটিভ হওয়ার কারণে বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
তবে এই বিষয়ে বিসিসিআই-এর তরফ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। তবে টিম ইন্ডিয়া যে ভাইরাস হানায় আক্রান্ত সেটা স্বীকার করে নিয়েছেন বোর্ডের কোষাধক্ষ্য অরুণ ধুমাল। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে এই খবরকে নিশ্চিত করেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাহুল দ্রাবিড়-রোহিত শর্মারা।
It has been brought to the notice that some players and some support staff have tested positive for #COVID19...BCCI is watching the situation: Arun Kumar Dhumal, BCCI Treasurer to ANI
ANI (@ANI) February 2, 2022
সোমবার দলের সবার আরটি-পিসিআর টেস্ট করানোর পর গব্বর, রুতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়সের রিপোর্ট পিজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কোন আট ভারতীয় ব্যাটার টেস্ট র্যাঙ্কিংয়ের সিংহাসনে বসেছিলেন? ছবিতে দেখুন
আরও পড়ুন: IND vs WI: সিরিজ প্রোমোতে Rohit বন্দনা, ব্রাত্য Kohli, উত্তাল সোশ্যাল মিডিয়া
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা পিটিআইকে বলেছেন, “তিনজন খেলোয়াড় - রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার এবং শিখর ধাওয়ানের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে নন-কোচিং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফদের মধ্যে একাধিক কোভিড পজিটিভ কেস রয়েছে। এটি দুই থেকে চারজনের মধ্যে হতে পারে।“
ইতিমধ্যেই স্ট্যান্ড বাই হিসেবে দলে এসেছেন এম শাহরুখ খান, আর সাই কিশোর, ঋষি ধাওয়ান। তাঁরা সুযোগ পেতেই পারেন। রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডের একজন বিশেষজ্ঞ ওপেনার ভেঙ্কটেশ আইয়ারকে দেখে নেওয়া যেতে পারে।
এ দিকে বুধবার ভোরবেলা আহমেদাবাদে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। কায়রন পোলার্ডের দলের ক্রিকেটাররাও যদি ভাইরাসে আক্রান্ত হন তাহলে সিরিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে।