INDvsWI, Team India’s 1000th ODI: কেন Virat Kohli-র নীতি ধরে এগোতে চাইছেন Rohit Sharma? জানতে পড়ুন

‘বিরাট’ দর্শনই নেতা রোহিতের সম্বল। 

Updated By: Feb 5, 2022, 05:03 PM IST
INDvsWI, Team India’s 1000th ODI: কেন Virat Kohli-র নীতি ধরে এগোতে চাইছেন Rohit Sharma? জানতে পড়ুন
‘বিরাট’ দর্শনই নেতা রোহিতের সম্বল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বড় রদবদল নয়, বরং বিরাট কোহলির নীতি ধরেই এগিয়ে যেতে চাইছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পূর্ণ দায়িত্ব নিয়ে মাঠে নামবেন ‘হিট ম্যান’। এর আগে শনিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সেটা স্পষ্ট করে দিলেন টিম ইন্ডিয়ার সীমিত ওভারের নতুন অধিনায়ক।

জানিয়ে রাখা ভাল যে ভারতীয় দল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১০০০তম একদিনের ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচ থেকে নতুন ইনিংস শুরু করছেন রোহিত। এর আগে তিনি বলেন, “দলে বড় কিছু রদবদল করার কোনও দরকার নেই। তবে ম্যাচের পরিস্থিতির দিকে বেশ কিছু বদল তো করতেই হবে। সেই ব্যাপারগুলো নিয়ে সবার সঙ্গে বিস্তারিত কথা বলেছি। সবাইকে নিজের দায়িত্ব ফের একবার বুঝিয়ে দেওয়া হয়েছে। দল প্রত্যেকের কাছে কেমন পারফরম্যান্স প্রত্যাশা করে সেটা প্রত্যেকেই জানে। ভবিষ্যতেও আমাদের মধ্যে আলোচনা চলবে। কারণ ক্রিকেট থেমে থাকবে না।“  

Rohit

আরও পড়ুন: INDvsWI, Team India’s 1000th ODI: ‘পকেট ডিনামাইট’ Ishan Kishan করবেন ওপেন, কিন্তু কেন? জানালেন Rohit Sharma

আরও পড়ুন: INDvsWI: টিম মিটিং করছেন Rohit Sharma, মুখ ঘুরিয়ে অদ্ভুত মেজাজে Virat Kohli, ছবিতে দেখুন

ঘরের মাঠে কায়রন পোলার্ডদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখছেন ক্রিকেট পন্ডিতরা। তবে বাস্তবচিত্র অন্য রকম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত একদিনের সিরিজে  চুনকাম হয়েছে টিম ইন্ডিয়া। যদিও নতুন নেতা রোহিত সেই সিরিজ হারকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন।

তাই সঙ্গে জুড়ে দিলেন, “যদি খুব ভুল না বলি আমরা ৭০ শতাংশ ম্যাচ জিতেছি (যদিও সঠিক তথ্য হল ৫৪.৫৪ শতাংশ)। সেটা থেকেই বোঝা যায় যে আমাদের পারফরম্যান্স কতটা ভাল। কয়েক সিরিজ খারাপ যেতেই পারে। তাই বলে আমরা মোটেও হেলাফেলা করার মতো দল নই।“

গত বছর কম সংখ্যক একদিনের ম্যাচ খেলেছিল ভারতীয় দল। রোহিত মনে করেন সেই জন্য পারফরম্যান্স খারাপ হতে পারে। তবে নতুন অধিনায়ক তাঁর প্রাক্তন নেতার নীতি আঁকড়ে ধরেই এগিয়ে যেতে চাইছেন।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.