INDW vs AUSW: রুদ্ধশ্বাস ম্যাচ হারলেও Jhulan Goswami-কে দোষ দিতে নারাজ Mithali Raj

ঝুলনের বিতর্কিত 'নো বল'! সিরিজ খোয়াল মিতালি রাজের ভারত।   

Updated By: Sep 24, 2021, 09:34 PM IST
INDW vs AUSW: রুদ্ধশ্বাস ম্যাচ হারলেও Jhulan Goswami-কে দোষ দিতে নারাজ Mithali Raj
ব্যর্থ ভারত। ব্যর্থ ঝুলন গোস্বামী। ছবি - আইসিসি

নিজস্ব প্রতিবেদন: ম্যাচটা শেষ বল পর্যন্ত নিয়ে গেলেও অস্ট্রেলিয়া মহিলা দলের (Australia Women) বিজয় রথ থামাতে পারলেন না ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ফলে মিতালি রাজের ( Mithali Raj) ভারতকে (India Women) পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচ জিতে নিল অজিরা। একইসঙ্গে বেথ মনির (Beth Mooney) অপরাজিত ১২৫ রানের সৌজন্যে একদিনের সিরিজও পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। 

তবে অল্পের জন্য ম্যাচ হাতছাড়া করলেও দীর্ঘদিনের সতীর্থ ঝুলনের দিকে আঙুল তুলতে রাজি নন দলের অধিনায়ক। শেষ ওভারে অজিদের জয়ের দরকার ছিল ১৩ রান।  একটা সময় সেটা কমে এক বলে তিন রানে দাঁড়ায়। শেষ বলে ঝুলনের বলে নিকোলা কেরি ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দিলেও আম্পায়ার অতিরিক্ত উচ্চতার জন্য 'নো বল' ঘোষণা করেন। ফলে ম্যাচ ও সিরিজ জিতে যায় অজিরা। 

আরও পড়ুন: IPL 2021: এই ক্রিকেটার হতে পারেন ভবিষ্যতে ভারত অধিনায়ক, মত প্রাক্তন অজি তারকার

 

সাংবাদিক সম্মেলন এসে মিতালি বলেন, "শুধু ঝুলন নয়, যে কোনও বোলার সেই সময় চাপে থাকত। এটা যে 'নো বল' হতে পারে সেটা নিয়ে আমাদের ধারণা নেই। তবুও এটা খেলার অঙ্গ হিসেবেই ধরে নিচ্ছি। শেষ ম্যাচেও আমাদের ভাল পারফরম্যান্স করতে হবে।" 

 

প্রথম ম্যাচে হারতে হয়েছিল মিতালি রাজদের। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে জেতার পর অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল টানা ২৬টি একদিনের ম্যাচ জেতার নজির গড়ল। তবে শুক্রবার সেই বিজয়রথের চাকা থামিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ভারতের মহিলা ক্রিকেট দলের সামনে। কিন্তু সেই কাজে ব্যর্থ হলেন ঝুলন।

এদিন প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে ভারত। স্মৃতি মান্ধানা ৮৬ ও বঙ্গ তনয়া রিচা ঘোষ ৫০ বলে ৪৪ রান করেন। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতের মহিলা দলের সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ সালে হোবার্টে ভারত ৮ উইকেটে ২৫২ রান করেছিল। তবে এত রান করার পরেও শেষ রক্ষা হল না। টানটান রূদ্বশ্বাস ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.