নাইটদের প্যাকটিসে ডান হাতে চোট পেলেন ডারেন ব্রাভো
আইপিএলের আর বাকি মাত্র সপ্তাহ খানেক। তার আগে এখন জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটা দল। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। ইডেন গার্ডেনে জোর কদমে চলছে সূর্যকুমার যাদবদের প্র্যাকটিশ। কিন্তু এরইমধ্যে খারাপ খবর নাইট রাইডার্সের ফ্যানদের জন্য। কারণ, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডারেন ব্রাভো চোট পেয়েছেন।
ওয়েব ডেস্ক: আইপিএলের আর বাকি মাত্র সপ্তাহ খানেক। তার আগে এখন জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটা দল। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। ইডেন গার্ডেনে জোর কদমে চলছে সূর্যকুমার যাদবদের প্র্যাকটিশ। কিন্তু এরইমধ্যে খারাপ খবর নাইট রাইডার্সের ফ্যানদের জন্য। কারণ, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডারেন ব্রাভো চোট পেয়েছেন।
আরও পড়ুন আইপিএলের জন্য ধরমশালায় খেলেননি বিরাট, বলার জন্য হজকে পাল্টা দিলেন গম্ভীর
সোমবার নেটে প্র্যাকটিসের ফাঁকে একটি শর্ট বল হঠাত্ই অতিরিক্ত লাফিয়ে উঠে লাগে ডারেন ব্রাভোর ডান হাতে। ওই ঘটনার পর অবশ্য ব্রাভো আর ব্যাট করেননি। নেট ছেড়ে চলে যান তিনি। ডারেন ব্রাভোকে বলটি করেছিলেন অঙ্কিত রাজপুত। পরে অবশ্য জানা যায় যে, ব্রাভোর চোট গুরুতর নয়।
আরও পড়ুন স্টিভেন স্মিথের কুসংস্কারের কথা জানলে খুব মজা পাবেন