IPL 2020: অগ্নিপরীক্ষার ম্যাচে জয় কার্তিকের! চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরল কেকেআর

মাঠে কিং খানের উপস্থিতি ফের লাকি চার্ম হয়ে ফিরল নাইট শিবিরে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 7, 2020, 11:40 PM IST
IPL 2020: অগ্নিপরীক্ষার ম্যাচে জয় কার্তিকের! চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরল কেকেআর
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: রাহুল ত্রিপাঠীর দুরন্ত ৮১ রানের ইনিংস।  আর বল হাতে ডেথ ওভারে দ্রে রাসের জাদু।  ব্যাট হাতে ঝড় তুলতে না পারলেও বল হাতে দুরন্ত আন্দ্রে রাসেল।  মাঠে কিং খানের উপস্থিতি ফের লাকি চার্ম হয়ে ফিরল নাইট শিবিরে। চেন্নাইকে ১০ রানে হারিয়ে আইপিএলে জয়ে ফিরল কেকেআর।

১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ফর্মে থাকা দু প্লেসিকে তুলে নিয়ে নাইট শিবিরে আশা জাগিয়ে তোলেন শিবম মাভি। এরপর ওয়াটসন-রায়াডু জুটি চেন্নাইকে টেনে তোলে। রায়াডু ৩০ আর ওয়াটসন ৫০ রান করেন। চেন্নাই অধিনায়ক ধোনি চার নম্বরে ব্যাটিং করতে আসেন এদিন। করলেন মাত্র ১১ রান। স্যাম কুরান করলেন ১১ বলে ১৭ রান।  আর শেষ দিকে ৮ বলে ২১ রান করলেও চেন্নাইকে জেতাতে পারলেন না রবীন্দ্র জাদেজা।  ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে সিএসকে।  কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন মাভি, বরুন, নাগরকোটি,নারিন এবং রাসেল।

অগ্নিপরীক্ষার ম্যাচে আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলা প্রথম একাদশই এদিন অপরিবর্তিত রাখে কেকেআর। কিন্তু স্ট্র্যাটেজিতে বদল। প্রথম চার ম্যাচে শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিনের পরিবর্তে চেন্নাইয়ের বিরুদ্ধে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেয় নাইট ম্যানেজমেন্ট। আর সেটাই কাজে লেগে গেল। ব্যাটে ঝড় তুললেন রাহুল ত্রিপাঠী। ৫১ বলে ৮১ রান করলেন তিনি। ৮টি চার আর ৩টি ছয়ে সাজানো রাহুলের ইনিংস।

শুভমান গিল (১১), নীতিশ রানা (৯), রান করেন। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে চার নম্বরে নেমে সুনীল নারিন ৯ বলে ১৭ রান করেন। ব্যর্থ মরগ্যান (৭) আন্দ্রে রাসেলও (২)। সাত নম্বরে নেমে অধিনায়ক দীনেশ কার্তিক করলেন ১২ রান।  ১৭ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ১৬৭ রান তোলে কেকেআর। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন ডোয়াইন ব্র্যাভো। শার্দুল ঠাকুর, স্যাম কুরান, করণ শর্মা প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।

 
আরও পড়ুন -
ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন শাকিব-মুশফিকুর-মাশরফিরা  

.