IPL 2020: ২০১৬ ফাইনালের রি প্লে; আজ এলিমিনেটরে মুখোমুখি হায়দরাবাদ-আরসিবি
শুক্রবারের লড়াইয়ে জিতবে যারা, তারাই দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি হবে।
নিজস্ব প্রতিবেদন: আজ আবু ধাবিতে এলিমিনেটরে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৬ সালের আইপিএল ফাইনালের অ্যাকশন রিপ্লে হতে চলেছে আজ আবুধাবিতে। সেবার আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার ২০১৬ ফাইনালের পুনরাবৃত্তি চাইছে ওয়ার্নারের দল। অন্যদিকে হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে যাওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেতে চাইছে বিরাট কোহলির আরসিবি।
দুই দলে তারকার ছড়াছড়ি- বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স। কিন্তু শুক্রবার আবুধাবিতে ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ এলিমিনেটরে নজরে থাকবেন বাংলা ঋদ্ধিমান সাহা। হায়দরাবাদের হয়ে শেষ তিনটি ম্যাচে ওপেন করতে নেবে কার্যত নায়ক তিনি। ঋদ্ধির সঙ্গে ওপেন করতে নেমে ছন্দ ফিরে পেয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও।
A place in the Qualifier 2 will be up for grabs when @Sunrisers take on @RCBTweets in #Dream11IPL Eliminator in Abu Dhabi tonight.
Will SRH make it through or will RCB come out on top?
Preview by @ameyatilak https://t.co/udTcQJRTky#SRHvRCB pic.twitter.com/JUVzp22In6
— IndianPremierLeague (@IPL) November 6, 2020
শুক্রবারের ম্যাচ অবশ্য হতে পারে ব্যাঙ্গালোরের ব্যাটিং বনাম হায়দরাবাদের বোলিং যুদ্ধ। বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্সের বিরুদ্ধে ওয়ার্নারের তুরুপের তাস হতে পারেন আফগান স্পিনার রশিদ খান। তবে এসব নিয়ে ভাবছেন না বিরাট কোহলি। আরসিবি অধিনায়কের সাফ কথা, সামনে দুটো ম্যাচ আর দুটো ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। অন্যদিকে ঋদ্ধি আর ওয়ার্নারের জুটিকে দ্রুত ফেরাতে মরিয়া আরসিবি বোলাররা। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।
শুক্রবারের লড়াইয়ে জিতবে যারা, তারাই দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ৫৭ রানে হারিয়ে ইতিমধ্যেই ২০২০ সালের আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ানস।
আরও পড়ুন- IPL 2020: শূন্য রানে ডাগআউটে, লজ্জার রেকর্ড গড়লেন রোহিত