IPL 2020: ধোনিকে 'গব্বর' বললেন সেওয়াগ, কিন্তু কেন?

নিজের ইউটিউব চ্যানেলে 'বীরু কি বৈঠকে' বীরেন্দ্র সেওয়াগ আইপিএলের ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করেন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 14, 2020, 04:51 PM IST
IPL 2020: ধোনিকে 'গব্বর' বললেন সেওয়াগ, কিন্তু কেন?
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  পরপর দুটো ম্যাচে হারের পর মঙ্গলবার আইপিএলে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে প্লে-অফের যাওয়ার আশা জিইয়ে রেখেছে ধোনির দল। চেন্নাইয়ের দুরন্ত জয়কে ব্যাখ্যা করতে জনপ্রিয় হিন্দি ছবির আশ্রয় নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওবাগ। আর সিএসকে অধিনায়ক ধোনিকে 'গব্বর' এর সঙ্গে তুলনা করলেন বীরু।

নিজের ইউটিউব চ্যানেলে 'বীরু কি বৈঠকে' বীরেন্দ্র সেওয়াগ আইপিএলের ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করেন। আর সেখানেই সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের দুরন্ত জয় দেখে উচ্ছ্বসিত হয়েছেন তিনি। ধোনির ক্যাপটেন্সির প্রশংসা করেছেন তিনি। মাহিকে 'শোলে' ছবির 'গব্বর'-এর সঙ্গে তুলনা করেছেন। সেওয়াগ বলেছেন, "জো গব্বর সে ডর গ্যায়া, ওহ খালি হাত ঘর গ্য়ায়া।" অর্থাৎ যে গব্বরকে ভয় পায় তাকে খালি হাতেই ঘরে ফিরতে হবে।

আরও পড়ুন- IPL 2020: ধোনির চোখরাঙানি! ওয়াইড বল দিতে গিয়েও দিলেন না আম্পায়ার, দেখুন ভিডিয়ো