IPL 2020: মাস্ট উইন ম্যাচে টস হারলেন মরগ্যান, কী সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক?
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে আজ মাস্ট উইন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের কাছে।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের ময়দানে আজ অস্তিত্ব রক্ষার লড়াই। লড়াই সম্মানরক্ষার। দুবাইয়ে মহারণে মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস আর কিং খানের কলকাতা নাইট রাইডার্স। টস জিতে অবশ্য প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
#CSK have won the toss and they will bowl first against #KKR#Dream11IPL pic.twitter.com/w1EwSpFG7l
— IndianPremierLeague (@IPL) October 29, 2020
লিগের লাস্ট বয় সিএসকে-র প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই। দুবাইয়ে এই ম্যাচ তাই সম্মান বাঁচানোর ম্যাচ ধোনিদের কাছে। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে আজ মাস্ট উইন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের কাছে। এই ম্যাচেও দলে নেই আন্দ্রে রাসেল। তিনি এখনও ফিট নন বলে জানান নাইট অধিনায়ক।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, শুভমান গিল, নীতিশ রানা, সুনীল নারিন, রিঙ্কু সিং, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শেন ওয়াটসন, ঋতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, এন জগদীশন, মিচেল স্যান্টনার, করণ শর্মা
আরও পড়ুন -অস্ট্রেলিয়া সফরের দলে কেন নেই সূর্যকুমার? নির্বাচকদের প্রশ্ন করুক সৌরভ, দাবি বেঙ্গসরকারের