IPL 2020: মুখোমুখি RCB-KKR; টস জিতে কী সিদ্ধান্ত নিলেন মরগ্যান?
অফ ফর্মে থাকা রাসেলকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজাল কেকেআর।
নিজস্ব প্রতিবেদন: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে নাইটরা। বিরাট কোহলির ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হায়দরাবাদের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে দুটি বদল। অফ ফর্মে থাকা রাসেলকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজাল কেকেআর। টম ব্যান্টন দলে এলেন। আর শিভম মাভির পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ। দলে নেই সুনীল নারিনও। আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান।
#KKR have won the toss and they will bat first against #RCB.#Dream11IPL pic.twitter.com/mJdzd1erji
— IndianPremierLeague (@IPL) October 21, 2020
নয় ম্যাচে আরসিবি-র পয়েন্ট ১২। নয় ম্যাচে কলকাতার পয়েন্ট ১০। এই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে হেরেছিল কেকেআর। আজ আবু ধাবিতে বদলার ম্যাচ মরগ্যানের কেকেআরের সামনে।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক,শুভমান গিল, নীতিশ রানা, টম ব্যান্টন, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব
A look at the Playing XI for #KKRvRCB#Dream11IPL pic.twitter.com/bhrXy6IX62
— IndianPremierLeague (@IPL) October 21, 2020
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), অ্যারোন ফিঞ্চ, দেবদত্ত পাডিক্কল, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, যুজবেন্দ্র চাহল, ইসরু উদানা, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, গুরকিরত্ সিং মান
আরও পড়ুন - IPL 2020: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া চেন্নাই সুপার কিংসে বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার