IPL 2020: কিং খানের KKR-কে উড়িয়ে বিরাট জয় কিং কোহলির RCB-র
শারজায় এবিডি ঝড়ে কাত কেকেআর।
নিজস্ব প্রতিবেদন: শারজাতেও রাসেল ঝড়ের দেখা মিলল না। বল হাতে আইপিএলে এবার চমক দেখালেও ব্যাট হাতে এখনও দাপট দেখাতে পারেন নি দ্রে রাস। আরসিবি-র বিরুদ্ধে ১০ বলে করলেন মাত্র ১৬ রান। এবিডি ঝড়ের পর ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, চাহলদের দাপুটে বোলিংয়ে কোনঠাসা কেকেআর। ৮২ রানে নাইটদের হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Match 28. It's all over! Royal Challengers Bangalore won by 82 runs https://t.co/RrNBeTCLp6 #RCBvKKR #Dream11IPL #IPL2020
— IndianPremierLeague (@IPL) October 12, 2020
১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স। টম ব্যান্টন (৮), নীতিশ রানা (৯), ইয়ন মরগ্যান (৮), দীনেশ কার্তিক (১) রান করেন। শুভমান গিল করেন ২৫ বলে ৩৪ রান। রাসেল করলেন ১০ বলে ১৬ রান। রাহুল ত্রিপাঠীও করলেন ১৬ রান। ২০ ওভারে কেকেআরের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১১২ রান। ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দররা নিলেন ২টি করে উইকেট।
শারজায় এবিডি ঝড়ে কাত কেকেআর। শেষ পাঁচ ওভারে কামিন্স, রাসেল, নাগরকোটিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন এবি ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স-বিরাট জুটিতে ভর করে আরসিবি প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে। শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক বিরাট কোহলি।
শুরুটা দুরন্ত করেন দুই আরসিবি ওপেনার দেবদত্ত পাডিক্কল এবং অ্যারোন ফিঞ্চ। ৬৭ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন আন্দ্রে রাসেল। ৩২ রান করেন পাডিক্কল। ৪৬ রান করেন ফিঞ্চ। এরপর বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্স জুটি আরসিবিকে টানতে থাকে। এবি ডিভিলিয়ার্স ৩৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ৫টি চার ও ছটি ছক্কায় সাজানো এবিডির ইনিংস। বিরাট কোহলি ৩৩ রানে নট আউট থাকেন। এবিডি-বিরাট জুটি আইপিএলে তিন হাজার রানের মাইলস্টোন এদিন পেরিয়ে গেলেন।
আরও পড়ুন - বিহু নাচে আইপিএল মাতালেন অসমের ছেলে পরাগ! ক্রিকেটভক্তরা বললেন, 'আহা বেশ'