IPL 2020: আজ নামছে বিরাটের ব্যাঙ্গালোর, প্রতিপক্ষ হায়দরাবাদ; দক্ষিণ ভারতীয় ক্রিকেট ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

কোভিড ওয়ারিয়রদের কুর্নিশ জানাতে বিরাট কোহলিদের বিশেষ উদ্যোগ। জার্সির পিছনে কোভিড যোদ্ধাদের উদ্দেশে লেখা থাকবে, "মাই কোভিড হিরোজ"।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 21, 2020, 03:51 PM IST
IPL 2020: আজ নামছে বিরাটের ব্যাঙ্গালোর, প্রতিপক্ষ হায়দরাবাদ; দক্ষিণ ভারতীয় ক্রিকেট ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: আজ আইপিএলে অভিযান শুরু করছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আমিরশাহি আইপিএলের তৃতীয় ম্যাচে আর আরসিবি-র প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইতে আজ দক্ষিণ ভারতীয় ক্রিকেট ডার্বি ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিরাট বনাম ওয়ার্নার ডুয়েল ঘিরে উত্তাপ বাড়ছে মরু শহরেও।

২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে উঠলেও এখনও আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১২ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া বিরাট কোহলির দল। বার বার তারকা খচিত দল নিয়েও আইপিএল-এর মঞ্চে ব্যর্থ হয়েছেন টেস্টে ভারতের সর্বকালের সফল অধিনায়ক। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা মনে করেন সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এবারের আইপিএলে ট্রফি জিতবে বিরাট কোহলি।

এবারের আইপিএল প্রস্তুতিতে বেশ খুশি ক্যাপ্টেন কোহলি। ২০১৬ সালের পর এমন ব্যাল্যান্স দল তিনি পাননি বলেও জানিয়েছেন। এবারে তাঁর দল ভাল কিছু করবে আশাবাদী কিং কোহলি। এবি ডিভিলিয়ার্স, অ্যারোন ফিঞ্চ সহ দলের বাকিরাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

কোভিড ওয়ারিয়রদের কুর্নিশ জানাতে বিরাট কোহলিদের বিশেষ উদ্যোগ। জার্সির পিছনে কোভিড যোদ্ধাদের উদ্দেশে লেখা থাকবে, "মাই কোভিড হিরোজ"। এই জার্সি পরেই আইপিএলের সব ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোভিড ওয়ারিয়রদের সম্মান জানানোর পাশাপাশি এবারের আইপিএল-কে স্মরণীয় করতে মরিয়া কোহলি এন্ড কোম্পানি।

প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ দলেও একাধিক তারকা। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মহম্মদ নবি, রশিদ খানের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা রয়েছেন। বিরাটদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি তারাও। সবমিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা আজকের ম্যাচে।

আরও পড়ুন- IPL 2020: সুখবর ধোনি শিবিরে; করোনা মুক্ত হয়ে অনুশীলনে যোগ দিলেন ঋতুরাজ  

.