IPL 2021: ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে মরুদেশে টুর্নামেন্ট, ফাইনাল হবে ৯ অথবা ১০ অক্টোবর

বোর্ডের পছন্দের বিকল্প ভেন্যু সংযুক্ত আরব আমিরশাহিতেই আগামী সেপ্টেম্বরে ফের বসবে আইপিএল

Updated By: May 25, 2021, 08:41 PM IST
IPL 2021: ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে মরুদেশে টুর্নামেন্ট, ফাইনাল হবে ৯ অথবা ১০ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি: করোনার (COVID-19) দাপটে মাঝপথেই আইপিএল (IPL 2021) বন্ধ হয়ে গিয়েছিল চলতি বছর। এখনও আইপিএলে বাকি ৩১টি ম্যাচ। যা আয়োজন করতে না পারলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ২৫০০ কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কোং ফের আইপিএল চালু করতে মরিয়া। সম্প্রতি জানা যাচ্ছে যে, বোর্ডের পছন্দের বিকল্প ভেন্যু সংযুক্ত আরব আমিরশাহিতেই আগামী সেপ্টেম্বরে ফের বসবে আইপিএল। 

আরও পড়ুন: Cyclone Yaas মোকাবিলায় ক্লাউড কিচেন শুরু করলেন Manoj, সোশ্যালে নিজের ফোন নম্বর দিলেন Dinda

দ্যা টাইমস অফ ইন্ডিয়াকে বোর্ডের এক আধিকারিক বলেন, “বিসিসিআই তার সকল অংশীদারের সঙ্গে কথা বলেছে। মনে করা হচ্ছে ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে আইপিএল শুরু হবে। এই দুই দিন শনি-রবিবার সপ্তাহের শেষ, আমরা পুণরায় আইপিএল শুরু করলে উইকেন্ডেই করব। একই ভাবে ফাইনাল হবে ৯ কিংবা ১০ অক্টোবর, সেটাও সপ্তাহের শেষ। অমরা সূচি চূড়ান্ত করছি। ১০টি ডাবল-হেডার (একই দিনে জোড়া ম্যাচ) হবে ও সাতটি সান্ধ্যকালীন ম্যাচ থাকবে। এর সঙ্গেই ২টি কোয়ালিফায়ার, ১টি এলিমিনেটর ও ফাইনাল। এভাবেই ৩১টি ম্যাচ শেষ করতে পারব।”

Tags:
.