IPL 2021: বিশ্বের এক নম্বর টি-২০ বোলারকে দলে নিল Rajasthan Royals
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু চোদ্দতম আইপিএলের দ্বিতীয় পর্ব।
নিজস্ব প্রতিবেদন: টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার এখন তাবরেজ শামসি (Tabraiz Shamsi)। আইপিএলের দ্বিতীয় ভাগে দক্ষিণ আফ্রিকার এই স্পিনারকেই দলে নিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অজি ফাস্ট বোলার আন্দ্রে টাইয়ের পরিবর্তে তাঁকে দিল প্রাক্তন চ্য়াম্পিয়ন ফ্র্য়াঞ্চাইজি। এর আগে ইংল্যান্ডের জস বাটলারের পরিবর্তে রাজস্থান নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে দলে নিয়েছিল। শামসি দ্বিতীয় পরিবর্তন মরু রাজ্যের দলের।
৩১ বছরের শামসি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেন। বাঁ-হাতি লেগস্পিনার এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৯টি টি-২০ ম্য়াচে ৪৫টি উইকেট পেয়েছেন। এছাড়াও শামসির ৫০ ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭ ম্যাচে ৩২ উইকেট পেয়েছেন। ২০১৬ মরসুমে শামসি বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৪ ম্যাচ খেলে ৩ উইকেট পেয়েছিলেন। এখন দেখার রাজস্থানের হয়ে কী ফুল ফোটান তিনি!
— Rajasthan Royals (@rajasthanroyals) August 25, 2021
আরও পড়ুন: India vs England 3rd Test: আগুনে Anderson! ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু চোদ্দতম আইপিএলের দ্বিতীয় পর্ব। ২১ সেপ্টেম্বর রাজস্থানের প্রথম ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। বেন স্টোকস ও জোফ্রা আর্চার হীন রাজস্থান আইপিএলের প্রথম পর্বে ৭ ম্যাচে ৩ জয়ের সুবাদে ৫ নম্বরে শেষ করেছিল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)