Arjun Tendulkar সেই রিজার্ভেই! মাঠে এলেন Sara Tendulkar, দেখুন সচিন কন্যার ছবি

গত মরশুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি বছর বাইশের ক্রিকেটারের। মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় কেনে মুম্বই।  

Updated By: May 21, 2022, 08:59 PM IST
Arjun Tendulkar সেই রিজার্ভেই! মাঠে এলেন Sara Tendulkar, দেখুন সচিন কন্যার ছবি
অর্জুন-সারা

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2022) ৬৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium in Mumbai) এটাই রোহিত শর্মাদের (Rohit Sharma) চলতি মরশুমের শেষ ম্যাচ। 

মুম্বইয়ের ফ্যানরা আশা করেছিলেন যে, শেষ ম্যাচে হয়তো সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) খেলাবে মুম্বই। কিন্তু না শেষ ম্য়াচেও অর্জুনের জায়গা হলো সেই রিজার্ভেই। বাঁ-হাতি পেসার এক ম্যাচও খেলার সুযোগ পেলেন না! তবে মুম্বইয়ের সমর্থনে এদিন মাঠে এলেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। আসার আগে ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বইয়ের জার্সি গায়ে চাপিয়ে ছবিও পোস্ট করেন তিনি।

গত মরশুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি বছর বাইশের ক্রিকেটারের। মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত শর্মা (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় কেনে মুম্বই।

মাত্র ২৪ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় সারা অত্যন্ত জনপ্রিয়। তাঁকে নিয়ে এক আলাদাই উন্মাদনা রয়েছে নেটিজেনদের একাংশের। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের (University College of London) স্নাতককে ইনস্টাগ্রামে (Instagram) ফলো করেন ২ মিলিয়ন মানুষ। আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর (Self-Portrait) সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু। এই ব্র্যান্ডের পোশাক ভারতে এক্সক্লুসিভলি পাওয়া যায় ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে (Ajio Luxe)। নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তাঁর  জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল গতবছর। শোনা যাচ্ছে দ্রুত বলিউডেও অভিষেক করতে চলেছেন তিনি।

 

আরও পড়ুন: AFC Cup: 'কিং Colaco'-র হ্যাটট্রিকে ATK Mohun Bagan উড়িয়ে দিল Bashundhara Kings-কে

আরও পড়ুনRavi Shastri, Watch: 'টু কাফ সিরাপস, অন দ্য রকস'! দেখেছেন কি এই শাস্ত্রীকে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.