IPL 2022: নিলামে বাজার গরম করবেন এই অলরাউন্ডার, পাবেন ৪-৫ কোটি টাকা! ভবিষ্য়দ্বাণী প্রাক্তন ভারতীয়র

নিলামে ওডিন স্মিথের দিকে থাকবে চোখ। ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ভবিষ্যদ্বাণী আকাশ চোপড়ার।

Updated By: Feb 10, 2022, 04:15 PM IST
IPL 2022: নিলামে বাজার গরম করবেন এই অলরাউন্ডার, পাবেন ৪-৫ কোটি টাকা! ভবিষ্য়দ্বাণী প্রাক্তন ভারতীয়র
কোহলিকে ফিরিয়ে স্মিথের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদন: আগামী শনি-রবিবার আইপিএলের মেগা নিলাম (IPL Auction 2022)। বেঙ্গালুরুতে দু'দিন ধরে চলবে ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা। তালিকায় রয়েছেন ৩৪ জন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। তাঁদের মধ্যে একজনকে নিয়ে ১০ ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। তিনি অলরাউন্ডার ওডিন স্মিথ (Odean Smith)। এক কোটি টাকার বেস প্রাইজে থাকা ক্রিকেটার দাম পাবেন ৪-৫ কোটি টাকা। এমনটাই ভবিষ্যদ্বাণী প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়ার (Aakash Chopra)।

গত বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিনের ম্যাচে খেলছেন স্মিথ। ক্যাপ্টেন কায়রন পোলার্ডের চোটের জন্য স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হন নিকোলাস পুরান। পোলার্ডের জায়গায় দলে আসেন স্মিথ। রাখেন ব্যাটে-বলে ছাপ। এক ওভারেই বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনে বড় আঘাত হেনেছিলেন। রান তাড়া করতে নেমেও দ্রুত ২৪ রানের ইনিংস খেলেন তিনি। শার্দূল ঠাকুররে হাঁকান জোড়া ছক্কাও।

আরও পড়ুন: Wriddhiman Saha: 'কানপুর টেস্টের পরেই ছেঁটে ফেলার পরিকল্পনা ছিল'! বিস্ফোরক ঋদ্ধি

আকাশ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, "আমার মনে হয় স্মিথ এখনই ৪-৫ কোটি টাকার ক্রিকেটার হয়ে গিয়েছে। আইপিএল নিলামে সব ফ্র্যাঞ্চাইজি ওকে নেওয়ার জন্য ঝাঁপাবে। ওর যেরকম দক্ষতা রয়েছ, ওকে নিয়ে চর্চা হবে। এক ওভারে পন্থ-কোহলিকে আউট করেছে। রাহুলকেও আউট করে দিচ্ছিল। এরপর ব্যাট হাতে বড় বড় শট নিল। নিলামে ওর দিকে চোখ থাকবে।" অন্যদিকে স্মিথ জানিয়েছেন,  "নিলাম নিয়ে আমি রীতিমতো রোমাঞ্চিত। আমাকে যদি কোনও দলে খেলার সুযোগ পাই, তাহলে ভালই হবে। নির্বাচিত হওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী।"

২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বরকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্মিথ। ধীরে ধীরে উন্নতি করেছেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করে এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৪টি ওয়ানডে ও ৭টি টি-২০ খেলেছেন স্মিথ। গতবছর ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ১১ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। এখন দেখার নিলামে তাঁর ভাগ্যে কী লেখা আছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.