IPL 2022: চোটের জন্য ছিটকে গেলেন Nathan Coulter-Nile, সমস্যায় Rajasthan Royals
হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় ডানপায়ে চোট পেয়েছিলেন ন্যাথন কুল্টার-নাইল।
নিজস্ব প্রতিবেদন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) কাছে চার উইকেটে হারের পর আরও একটা বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এ বার চোটের জন্য চলতি আইপিএল (IPL 2022) থেকেই ছিটকে গেলেন ন্যাথন কুল্টার-নাইল (Nathan Coulter-Nile)। তবে তাঁর বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল।
অস্ট্রেলিয়ার এই জোরে বোলার গত ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচেই ডান পায়ে চোট পেয়েছিলেন এই ডানহাতি জোরে বোলার। তবে চোট বেশ জরালো। তাই তাঁকে শেষ পর্যন্ত ছেড়ে দিল রাজস্থান। এই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়াতে তাঁর বিদায়বার্তা দেওয়া হয়েছে।
Rajasthan Royals (@rajasthanroyals) April 6, 2022
সেই ম্যাচে নিজের চতুর্থ ওভারে বল করতে এসে পায়ে চোট পেয়েছিলেন কুল্টার-নাইল। ফলে বল না করেই মাঠ ছাড়েন। যদিও ম্যাচে বল হাতে মোটেও ছন্দে ছিলেন না। ৩ ওভারে ৪৮ রান দিয়েছিলেন। মেগা নিলাম চকুল্টার-নাইলকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল রাজস্থান।
আরও পড়ুন: IPL 2022: জয়ের পর নতুন 'থিম সং'-এ সাজঘর মাতাল Faf du Plessis, Virat Kohli-র RCB? ভিডিওটি দেখুন