IPL 2022, RCBvsCSK: Faf du Plessis, Virat Kohli-র দল কেন কালো আর্মি ব্যান্ড বেঁধে মাঠে নামল?

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় আরসিবি। হর্ষল ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন।  

Updated By: Apr 12, 2022, 09:35 PM IST
IPL 2022, RCBvsCSK: Faf du Plessis, Virat Kohli-র দল কেন কালো আর্মি ব্যান্ড বেঁধে মাঠে নামল?
দারুণ মহানুভবতার পরিচয় দিল আরসিবি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: হর্ষল প্যাটেলের (Harshal Patel) বোনকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। বোনের মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যে আইপিএল-এর (IPL 2022) জৈব সুরক্ষা বলয় ভেঙে বাড়ি ফিরে গিয়েছেন এই ডানহাতি জোরে বোলার। তবে আরসিবি-র (RCB) সতীর্থরা কিন্তু মানসিক ভাবে তাঁর পাশে দাঁড়াতেই সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে কালো ব্যান্ড পরে খেলতে নামলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন হর্ষলের বোন অর্চিতা প্যাটেল। গত শনিবার আচমকাই তাঁর মৃত্যু হয়।

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় আরসিবি। হর্ষল ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। দলের মতোই ফুরফুরে মেজাজে ছিলেন হর্ষল। তবে ম্যাচের পরেই খারাপ খবর পেয়েছিলেন। ম্যাচ খেলে ওঠার পরেই বোনের মৃত্যুসংবাদ পান তিনি। জানা গিয়েছে, মুম্বই-আরসিবির ম্যাচ চলাকালীনই হর্ষলের বোন অর্চিতা মারা যান। তিন ভাই বোনের মধ্যে অর্চিতাই সবচেয়ে ছোট ছিলেন। শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলেই খবর। 

আরও পড়ুন: ইস্টবেঙ্গল থেকে পাকাপাকি ভাবে সরে গেল শ্রী সিমেন্টে, নয়া ইনভেস্টর কে?

আরও পড়ুন: AFC Cup: ATK Mohun Bagan-এর বিরুদ্ধে যুবভারতীর গ্যালারিতে প্রতিবাদ জানাল একদল সবুজ-মেরুন সমর্থক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.