IPL 2022 Retention: Dhoni-কে রাখল CSK, Kohli থাকলেন RCB-তে, কোন দল কাকে কত টাকায় রিটেন করল?

শোনা যাচ্ছে এরপর ফুটবলের মতো ট্রান্সফার উইন্ডো চালু হতে পারে আইপিএলেও।

Updated By: Nov 30, 2021, 10:56 PM IST
IPL 2022 Retention: Dhoni-কে রাখল CSK, Kohli থাকলেন RCB-তে, কোন দল কাকে কত টাকায় রিটেন করল?
ধোনি ও কোহলিকে ধরে রাখল তাঁদের পুরনো দুই দল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সব অপেক্ষার অবসান। আগামী মরসুমের মেগা নিলামের (IPL Auction) আগে নিজেদের রিটেনশনের তালিকা জানিয়ে দিল আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি। আইপিলের রিটেনশনের (IPL retention) ক্ষেত্রে অধিকাংশ দলই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তবে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি মহাতারকাকেও রিটেন করেছে। দেখে নিন সেই তালিকা। 

কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (১৫ কোটি), ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)

চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)

আরও পড়ুন: 83: Ranveer Singh-এর '83' নিয়ে উন্মাদনা থাকলেও, কেন আবেগতাড়িত 'Kapils Devils'?

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি), আন্দ্রে নরখিয়া (৬.৫০ কোটি) 

পঞ্জাব কিংস: ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)

নির্ধারিত সময়ের মধ্যে পুরনো আটটি দল তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা দিয়েছে। এ বার নতুন দুটি দল  সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital)নিজেদের পছন্দমতো ২ জন করে ক্রিকেটারকে নিলামের বাইরে থেকে কিনে নিতে পারবে। সেই জন্য আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে দলগুলি। তারপর জানুয়ারিতে হবে আগামী মরসুমের মেগা নিলাম। শোনা যাচ্ছে, এটাই আইপিএলের (IPL) শেষ নিলাম। এরপর ফুটবলের মতো ট্রান্সফার উইন্ডো চালু হতে পারে আইপিএলেও। সেক্ষেত্রে সরাসরি খোলাবাজার থেকে ক্রিকেটার কিনতে পারবে দলগুলি। অন্য দল থেকেও ট্রান্সফার ফি দিয়ে কেনা যাবে ক্রিকেটার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.