IPL 2022 Retention: নেই Hardik Pandya, কাদের ধরে রাখছে Mumbai Indians?

রিটেন করা চার ক্রিকেটার ঠিক করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। 

Updated By: Nov 25, 2021, 02:46 PM IST
IPL 2022 Retention: নেই Hardik Pandya, কাদের ধরে রাখছে Mumbai Indians?
হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে রাজি নয় মুম্বই ইন্ডিয়ান্স। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ২০২২ সালের আইপিএল-এর (IPL 2022) বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চূড়ান্ত অফ ফর্ম ও ফিটনেস সমস্যায় জেরাবার। এই দুটি দিক ভেবে হয়তো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ধরে রাখবে না এই ফ্রাঞ্চাইজি। আসন্ন ক্রোড়পতি লিগের আগে নিলাম আয়োজন হতে এখনও মাস খানেক বাকি রয়েছে। সুত্র মারফত জানা গিয়েছে যে আনফিট হার্দিক দলে রাখতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।  

৩০ নভেম্বরের মধ্যেই আগে পুরনো আট ফ্রাঞ্চাইজিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা করতে হবে। শোনা যাচ্ছে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও বিদেশি ক্রিকেটার হিসেবে কায়রন পোলার্ডকে (Kieron Pollard) ধরে রাখার সম্ভাবনা প্রবল। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ চার ক্রিকেটারকেই (সর্বোচ্চ তিন ভারতীয়) কোনও ফ্রাঞ্চাইজি রিটেন করতে পারবে। সেক্ষেত্রে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) বদলে তরুণ ঈশান কিশানকে (Ishan Kishan) রিটেন করতে পারে পাঁচ বারের আইপিএল জয়ী দল। 

আরও পড়ুন: Diego Maradona: নায়ক, ফুটবলের ব্যাড বয়, সব বিতর্ক পেরিয়ে 'ফুটবল রাজপুত্র' শুধুই এক কিংবদন্তি

রোহিতের বর্তমান বয়স ৩৪ হলেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে একাধিক সাফল্য দিয়েছেন। তাছাড়া 'হিট ম্যান' এখন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাই তাঁকে সামনে রেখেই দল গড়তে চাইছে মুম্বই। অন্যদিকে ডেথ ওভারে বুমরার জুড়ি মেলা ভার। তাই তাঁকেও ধরে রাখতে পারে ফ্রাঞ্চাইজি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড এই দলকে অনেক সাফল্য দিয়েছেন। বিদেশিদের মধ্যে সবচেয়ে সফল এই বিস্ফোরক অলরাউন্ডার। তাঁর সঙ্গেও কথাবার্তা বলছে টিম ম্যানেজমেন্ট। বাকি রইলেন ঈশান ও সূর্য। শোনা যাচ্ছে সূর্যকে নিলাম টেবিলে তুলে তাঁকে ফের দলে নিতে পারে মুম্বইয়ের কর্তারা। তরুণ ঈশান বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপার হিসেবে নজর কেড়েছেন। তাই তাঁকেও ধরে রাখতে মরিয়া দল।   

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বহু ম্যাচ একার ক্যারিশমায় উজ্জ্বল উঠেছিলেন হার্দিক। তবে সাম্প্রতিককালে একদমই ফর্মে নেই তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জন্য দল ডুবেছে। তাই তাঁকে আপাতত বাতিলের খাতায় ফেলে দেওয়া হতে পারে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.