KKR | IPL 2024 Auction বাংলাদেশিদের জায়গা নেই কলকাতায়, রাসেল-নারিনদের রেখে দিল শাহরুখের দল!
IPL 2024 Auction: List of KKR Players Released and Retained: কেকেআর রিলিজড ও রিটেইনড ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিল। আসন্ন আইপিএলের জন্য় ধরে রাখা হল ১৩ জন নাইটকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction)। আর আজ অর্থাৎ রবিবার রিটেনশন ডেডলাইন। যার মানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এদিনই জানিয়ে দিতে হবে যে, তারা আসন্ন আইপিএলে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে, আর কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার তাদের তালিকা দিয়ে দিল বিসিসিআই-কে। ১৩ জন নাইটকে ধরে রাখল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। ছেড়ে দেওয়া হল ১২ জন নাইটকে।
আরও পড়ুন: KKR: 'বুকে আগুন জ্বলছে...'! শাহরুখের আস্থা সেই গম্ভীরেই, কলকাতায় ফিরলেন অধিনায়ক
কেকেআর ধরে রাখল যাঁদের: নীতীশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, জেসন রয়, সুয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।
কেকেআর ছেড়ে দিল যাঁদের: সাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড ওয়াইজ, আর্য দেশাই, এ জগদীশন, মনদীপ সিং, কুলওয়ান্ত কেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসম চার্লস।
এই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। বিসিসিআই এবার 'ট্রেড উইন্ডো' চালু করেছে। যেখানে নগদ অর্থের বিনিময়ে ক্রিকেটারদের দল বদলাবদলি করা সম্ভব হবে। পাশাপাশি নগদ অর্থেই কেনা যাবে ক্রিকেটারদের। প্রতি ফ্যাঞ্চাইজি ২৫ জন ক্রিকেটারকে নিয়ে দলগঠন করতে পারবে এবার। যার মধ্য়ে সর্বাধিক আটজন বিদেশিকে রাখা যাবে। প্রথম একাদশে সর্বাধিক চার বিদেশিকে খেলানো যাবে। কেকেআরের হাতে ৩২.১ কোটি টাকা আছে। এবার দেখার এই টাকা খরচ করে আর কোন কোন ক্রিকেটারদের কেনে ভেঙ্কি মাইসোরের টিম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)