আইপিএল বিতর্ক দলের ভাবমূর্তি নষ্ট করেনি, কিন্তু নির্বাসন দুঃখ দিয়েছে: ধোনি

উল্লেখ্য, চেন্নাই দলে দলপতির স্থানেই পুনঃ অধিষ্ঠিত হচ্ছনে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। ধোনির ডেপুটি হিসেবে দেখা যাবে সুরেশ রায়নাকে।

Updated By: Jan 19, 2018, 11:19 AM IST
আইপিএল বিতর্ক দলের ভাবমূর্তি নষ্ট করেনি, কিন্তু নির্বাসন দুঃখ দিয়েছে: ধোনি

নিজস্ব প্রতিবেদন: আইপিএল বিতর্কে চেন্নাইয়ের নির্বাসন নিয়ে এই প্রথম মুখ খুললেন ক্যাপ্টেন কুল। দলকে দু'বছর ২২ গজ থেকে বঞ্চিত রাখায় আঘাত পেয়েছেন, সাফ জানালেন চেন্নাই সুপার কিংসের অবিসংবাদিত নেতা মহেন্দ্র সিং ধোনি। তাঁর সাফ কথা, "আইপিএল বিতর্ক দলের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারেনি। তবে হ্যাঁ, দল দু'বছর নির্বাসিত থাকায় মনে আঘাত লেগেছে।"

খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'    

আরও পড়ুন- স্ত্রীর জন্য চিন্তা, দক্ষিণ আফ্রিকায় ঘুম উড়েছে ইশান্তের

ম্যাচ গড়াপেটার অভিযোগে শ্রীনিবাসনের চেন্নাই এবং রাজ কুন্দ্রার রাজস্থান রয়্যালসকে দু'বছরের জন্য নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে ২০১৬ এবং ২০১৭, দুই মরশুমে খেলতে পারেনি এই দুই দল। তবে এবার নির্বাসন কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরছে দুই চ্যাম্পিয়ন দলই। একই সঙ্গে দলে ফিরছেন চ্যাম্পিয়ন ক্রিকেটাররাও। পুনে থেকে নিজের 'সেকেন্ড হোম'-এ ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গে সুপার কিংসে ফিরেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং বাঁ হাতি তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নাও। চলতি বছরের শুরুতে চেন্নাইয়ের সঙ্গে চুক্তিও করেছেন মাহি, রায়না, জাড্ডু।   

আরও পড়ুন- বিরাট উচ্চতায় কোহলি, ছুঁলেন গাভস্করের রেকর্ড

উল্লেখ্য, চেন্নাই দলে দলপতির স্থানেই পুনঃ অধিষ্ঠিত হচ্ছনে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। ধোনির ডেপুটি হিসেবে দেখা যাবে সুরেশ রায়নাকে।  

আরও পড়ুন-  ১ রানের জন্য দু'বার 'আত্মহত্যা' পূজারার
   

.