৫ মাস পর স্পট ফিক্সিং কাণ্ডের দ্বিতীয় রিপোর্ট
স্পট ফিক্সিং ইস্যুতে দ্বিতীয় রিপোর্ট দেওয়ার জন্য পাঁচ মাস সময় চেয়ে নিল লোধা কমিটি। সুপ্রিম কোর্টের কাছে এই সময়সীমা চেয়ে আবেদন করেছেন এই কমিটির প্রধান আর এম লোধা। আইপিএলের চিফ অপারেটিং অফিসার সুন্দররমনের বিষয়ে এখনও তদন্তের রিপোর্ট পেশ করেনি পুলিস। এই রিপোর্টের অপেক্ষায় রয়েছে লোধা কমিটি। পাশাপাশি বিসিসিআই-এর সংবিধান সম্পর্কিত বেশ কিছু বিষয় খতিয়ে দেখে পরবর্তী রিপোর্ট পেশ করতে চাইছে লোধা কমিটি। বিশেষ করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি নিয়ে রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে চাইছে তারা। এর ফলে সাময়িক হলেও কিছুটা স্বস্তিতে বোর্ড কর্তারা।
ব্যুরো: স্পট ফিক্সিং ইস্যুতে দ্বিতীয় রিপোর্ট দেওয়ার জন্য পাঁচ মাস সময় চেয়ে নিল লোধা কমিটি। সুপ্রিম কোর্টের কাছে এই সময়সীমা চেয়ে আবেদন করেছেন এই কমিটির প্রধান আর এম লোধা। আইপিএলের চিফ অপারেটিং অফিসার সুন্দররমনের বিষয়ে এখনও তদন্তের রিপোর্ট পেশ করেনি পুলিস। এই রিপোর্টের অপেক্ষায় রয়েছে লোধা কমিটি। পাশাপাশি বিসিসিআই-এর সংবিধান সম্পর্কিত বেশ কিছু বিষয় খতিয়ে দেখে পরবর্তী রিপোর্ট পেশ করতে চাইছে লোধা কমিটি। বিশেষ করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি নিয়ে রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে চাইছে তারা। এর ফলে সাময়িক হলেও কিছুটা স্বস্তিতে বোর্ড কর্তারা।