IPL 2023, KKR: শ্রেয়স আইয়ারের পর নাইটদের চাপ বাড়ালেন সাকিব-লিটন! কিন্তু কীভাবে?
কলকাতার প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের দুই তারকা। নিলামে এই দুই ক্রিকেটারের পিছনে ২ কোটি টাকা খরচ করেছে কেকেআর। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার জন্য সাকিবদের শুরু থেকে আইপিএল জগতে দেখা যাবে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দলে কবে যোগ দেবেন, এখনও কোন আপডেট পাওয়া যায়নি। এদিকে শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের অধিনায়ক হতে পারেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। কেউ আবার হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল (Andre Russel), সুনীল নারিনদের (Sunil Narine) নাম। কিন্তু এখনও পর্যন্ত নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি কেকেআর (KKR) টিম ম্যানেজমেন্ট। এরমধ্যে কলকাতার দলকে বড় ধাক্কা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ঘরের মাঠে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে খেলবেন সাকিবরা।
শনিবার অর্থাৎ ১৮ মার্চ প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও ১টি টেস্ট খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সূচি অনুসারে ৮ এপ্রিল পর্যন্ত চলবে এই দ্বিপাক্ষিক সিরিজ। টেস্টের পরের দিন এসেই তাঁদের পক্ষে আইপিএল খেলতে নেমে পড়া কঠিন হবে। অর্থাৎ নাইটদের ১৪ এপ্রিলের ম্যাচের আগে সাকিবদের পাওয়া সম্ভব হবে না।
ফলে কলকাতার প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের দুই তারকা। নিলামে এই দুই ক্রিকেটারের পিছনে ২ কোটি টাকা খরচ করেছে কেকেআর। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার জন্য সাকিবদের শুরু থেকে আইপিএল জগতে দেখা যাবে না।
একেই চোটের কারণে অধিনায়ক শ্রেয়স কবে ফিট হবেন কেউ জানে না। রাসেল, নারিন, টিম সাউদি, নীতিশ রানাদের মতো সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। ক্রমশে যেন চাপ বেড়েই চলেছে শাহরুখ খানের দলের। এই ব্যাপারটা কিভাবে সামলান নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিত সেটাই দেখার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)