MS Dhoni: 'চিন্তা করো না'! কার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলেন ধোনি? বদলে গেল কন্যার জীবন!
MS Dhoni Meets Matheesha Pathirana's Family: মথিশা পথিরানা চলতি আইপিএলে হয়ে উঠেছেনে সিএসকে-র স্টার। ধোনির আস্থা ও ভালোবাসা দুই অর্জন করে নিয়েছেন দ্বীপরাষ্ট্রের তরুণ প্রতিভা। এবার ধোনির সঙ্গে দেখা করল মথিশার পরিবার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর এপ্রিলের শেষের দিকের ঘটনা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে (Adam Milne) ছিটকে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) থেকে। তাঁর পরিবর্তে এমএস ধোনির (MS Dhoni) দল ১৯ বছরের ক্যান্ডির জোরে বোলার মথিশা পথিরানাকে (Matheesha Pathirana) সই করিয়েছিল। মথিশার বোলিং ডেলিভারি অনেকটা দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গার (Lasith Malinga) মতো। সেজন্য বাইশ গজে অনেকেই তাঁকে 'বেবি মালিঙ্গা' বলে ডাকেন। গতবছর মথিশার মাত্র দু'টি ম্য়াচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু চলতি মরসুমে পাথিরানাই হয়ে উঠেছেন ধোনির তুরুপের তাস। ডেথ ওভারে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অধিনায়কের আস্থা অর্জন করে নিয়েছেন মথিশা। ১১ ম্যাচে ১৯.২৪-এর গড়ে নিয়েছেন ১৭ উইকেট। ধোনির তত্ত্বাবধানে মথিশা হয়ে উঠছেন তারকা। মথিশা সিএসকে-র জার্সিতে অভিষেক করেই তুলে নিয়েছিলেন দুই উইকেট। ধোনি তাঁর পারফরম্যান্সে খুশি হয়ে বলেছিলেন, 'ও থাকলে ভুলের মার্জিন খুব কমে যাবে। ওর হাতে ভাল স্লোয়ার আছে। ও যদি ধারাবাহিক গতিতে বল করতে থাকে, তাহলে ওকে মারা কঠিন হবে।'
ধোনির চেন্নাই হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে দশবারের জন্য আইপিএল ফাইনালে উঠেছে। চিপকে ম্যাচের পর পাথিরানার পরিবার এসেছিল ধোনির সঙ্গে দেখা করতে। চেন্নাইয়ের লীলা প্যালেস হোটেলই ধোনিদের সাময়িক আস্তানা। মথিশার বোন বিশুকা পাথিরানা ধোনির সঙ্গে তাঁদের ছবি শেয়ার করে লিখেছেন, 'মথিশাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ও সবসময় আমার সঙ্গে আছে। আমরা নিশ্চিত মালি একদম ঠিক হাতেই আছে। কারণ কথাগুলো থালা বলেছেন। আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম মুহূর্ত আসবে।' এই ছবি নেটদুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মথিশা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নজর কেড়েছিলেন তাঁর পারফরম্যান্সে। ৪ ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছিলেন ৭ উইকেট। মথিশার গড় ছিল ২৭.২৮। শুক্রবার অর্থাৎ আজ সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স আহমেদাবাদে কোয়ালিফায়ার টু-তে মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের জয়ী দল আগামী রবিবার ধোনিদের সঙ্গে এই স্টেডিয়ামেই খেতাব যুদ্ধে নামবে। ফাইনালেও মথিশার উপর থাকবে চোখ।