Sachin Tendulkar: কোনও ক্রিকেটার নয়, বিখ্যাত অভিনেতাকেই প্রথম বল করেন অর্জুন! সচিন জানালেন ধন্যবাদ

Sachin Tendulkar Thanks Abhishek Bachchan for Arjun Tendulkar's IPL Debut: বহু প্রতীক্ষিত আইপিএল অভিষেক করেছেন অর্জুন তেন্ডুলকর। শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন অর্জুন ও তাঁর বাবা। এবার সচিন তেন্ডুলকর ধন্যবাদ জানালেন বিখ্যাত অভিনেতাকে।  

Updated By: Apr 18, 2023, 06:52 PM IST
Sachin Tendulkar: কোনও ক্রিকেটার নয়, বিখ্যাত অভিনেতাকেই প্রথম বল করেন অর্জুন! সচিন জানালেন ধন্যবাদ
সচিন ধন্য়বাদ জানালেন অভিষেককে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ দু'বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। অবশেষে গত রবিবার এসেছিল সেই বহু প্রত্যাশিত মুহূর্ত। কিংবদন্তি সচিন তেন্ডুকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকর সুযোগ পেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রথম একাদশে। বছর তেইশের বাঁ-হাতি পেসার মুম্বইয়ের হয়ে অভিষেক করলেন নিজের ঘরের মাঠেই। মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders, MI vs KKR) ম্যাচে সচিনপুত্রকেই প্রথম ওভার তুলে দেওয়া হয়েছিল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুম্বই অধিপতি রোহিত শর্মা (Rohit Sharma) অর্জুনকে তুলে দিয়েছিলেন ডেবিউ ক্যাপ। অর্জুন দুই ওভার বল করেছিলেন ওই ম্যাচে। সচিন-অর্জুনকে শাহরুখ খান Shah (Rukh Khan) থেকে শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly) ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় ছিলেন বলি অভিনেতা অভিষেক বচ্চনও (Abhishek Bachchan)। এবার অভিষেককে লিখিত ধন্যবাদ দিলেন ১০০ সেঞ্চুরির মালিক। 

আরও পড়ুনSara Tendulkar and Arjun Tendulkar, IPL 2023: ভাইয়ের অভিষেকের মুহূর্তে, সচিন-অর্জুনের বিশেষ তথ্য তুলে ধরলেন সারা

জুনিয়র বচ্চন ট্যুইটারে লেখেন, 'দারুণ খেলেছ এমআইপল্টন। এমআই-এর লাইন-আপে তেন্ডুলকর ফিরে এসেছে। দেখে ভালোলাগছে। অর্জুন তেন্ডুলকর তোমাকে আইপিএল অভিষেকের জন্য শুভেচ্ছা। সচিন নিশ্চিত ভাবে আজ গর্বিত।' সচিন অভিষেককে লেখেন, 'ধন্যবাদ অভিষেক। তবে এবার তেন্ডুলকর ব্যাটিংয়ের বদলে বোলিং ওপেন করল। সম্ভবত তুমিই প্রথম যে, অর্জুনের বল ফেস করেছ। আমরা তখন বিল্ডিংয়ের নীচে খেলতাম।'২০২১ মরসুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি তাঁর। এরপর মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ২০২২ সালে ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় দলে ফিরিয়েছিল মুম্বই। যদিো গত মরসুমে একটি ম্যাচও অর্জুনকে খেলায়নি তাঁর দল। যদিও ফ্যানরা বারবার বলেছিলেন যে, এবার তাঁরা অর্জুনকে দেখতে চান দলে। কিন্তু মুম্বই অর্জুনকে একটি ম্যাচেও খেলায়নি। ম্যাচের পর ম্যাচ বেঞ্চ গরম করার পর অর্জুনের লক্ষ্যভেদ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.