Sara Tendulkar and Arjun Tendulkar, IPL 2023: ভাইয়ের অভিষেকের মুহূর্তে, সচিন-অর্জুনের বিশেষ তথ্য তুলে ধরলেন সারা
সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর অবশেষে সুযোগ পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার। বিগত দুই মরসুম দলে থেকেও তাঁর একটি ম্যাচও খেলা হয়নি। অর্জুনকে আইপিএলে দেখে খুবই খুশি সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
|
Edited By:
|
Updated By: Apr 18, 2023, 04:28 PM IST
ভাই অর্জুনের অভিষেকে গর্বিত দিদি সারা।


