শক্তিশালী ইরানের কাছে লড়ে হার ভারতের, এবারেও শেষ বিশ্বকাপে খেলার আশা

Partha Pratim Chandra | Updated By: Sep 8, 2015, 09:43 PM IST

ইরান (৩) ভারত (০)
(আমমোন, তেমোরিয়ান,তারেমি)

ওয়েব ডেস্ক: লড়াইটা ছিল অসম। ডেভিড বনাম গোলিয়াথের। ফলাফলটাও সেরকমই হল। তবে লড়াইয়ের ছাপ রেখে দিনের শেষে বাহবাই পেলেন সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রাক বিশ্বকাপের ম্যাচে ইরানের বিরুদ্ধে ৩-০ গোলে হেরে গেল ভারত। সেইসঙ্গে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের পরপর তিনটে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত করে ফেলল ভারত।

প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই করে এক গোল হজম করার পর, দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুটি গোল খেয়ে ম্যাচ হেরে বসে ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের সঙ্গে ইরানের ব্যবধান ১১১। প্রথমার্ধের খেলায় সেই ব্যবধান চোখে পড়ল না। দারুণ লড়াই করলেন সন্দেশ ও অর্ণবরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ইরান তেড়েফুড়ে নামতেই ব্যবধানটা পরিষ্কার ধরা পড়ল।

গুয়ামের কাছে হারের পর দেশের ফুটবল নিয়ে যে হতাশা হয়েছিল বিশ্ব ফুটবলে সমীহ জাগানো নাম ইরানের বিরুদ্ধে লড়াই করে সেই হতাশায় কিছুটা প্রলেপ দিলেন সুনীলরা।  ওমান, গুয়াম, ইরানের কাছে হারের পর প্রাক বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ তুর্কিমিনিস্তান। শূন্য পয়েন্টে থাকা ভারতের শূন্যতা আদৌ কাটে কিনা দেখা যাবে সেই ম্যাচে।

.