ঈশান কোনে মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডাকে মঙ্গলবার বিকেলে সিএবি-তে এসেছিলেন সদ্য বিশ্বকাপজয়ী ‘চন্দননগর এক্সপ্রেস’। মিনিট দশকের আলোচনায় ঈশানকে বেশ কয়েকটা মূল্যবান পরামর্শ দিলেন মহারাজ।

Updated By: Feb 13, 2018, 09:45 PM IST
ঈশান কোনে মহারাজ

ওয়েব ডেস্ক: মঙ্গলবার ক্রিকেটের নন্দনকাননে তখন পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পরেছে। কিন্তু ঈশান কোণে তখন সুরভিত বাংলা ক্রিকেট। একফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঈশান পোড়েল।

 

ক্যামেরার ঝলকানির দিকে তাকিয়ে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলে উঠলেন, "আপাতত এটা শেষ ছবি। ও (ঈশান) টেস্ট খেললে আবার ছবি উঠবে।" ক্ষণিকের স্তব্ধতায় এক দৃঢ়প্রতিঞ্জ ঈশানকে পাওয়া গেল।

আরও পড়ুন- রয়্যাল রিটার্ন অব ওয়ার্ন

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডাকে মঙ্গলবার বিকেলে সিএবি-তে এসেছিলেন সদ্য বিশ্বকাপজয়ী ‘চন্দননগর এক্সপ্রেস’। মিনিট দশকের আলোচনায় ঈশানকে বেশ কয়েকটা মূল্যবান পরামর্শ দিলেন মহারাজ। সৌরভ বলেন,"এখানেই থেমে থাকলে চলবে না। পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে। সঙ্গে ফিটনেস ধরে রাখাটাও খুব জরুরি।"

বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন ঈশান। পুরোপুরি ফিট হওয়ার জন্য আগামী সোমবার এনসিএ-তে যাবেন তিনি। সেখানে একমাস রিহ্যাব করবেন এই ডানহাতি পেসার।

.