কিংস্টনে কপিল দেবকে টপকে গেলেন ইশান্ত শর্মা
ভারতীয় বোলারদের মধ্যে এশিয়ার বাইরে ৪৫টি টেস্টে ১৫৫টি উইকেট নেন কপিল দেব।
নিজস্ব প্রতিবেদন : ঋষভ পন্থের পাশাপাশি জামাইকার সাবাইনা পার্কে টেস্টে আর এক নজির গড়লেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ভারতীয় বোলার হিসেবে এশিয়া মহাদেশের বাইরে টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকে টপকে গেলেন ইশান্ত শর্মা।
অ্যান্টিগায় প্রথম টেস্টেই কপিল দেবকে ছুঁয়েছিলেন ইশান্ত শর্মা। রবিবার সাবাইনা পার্কে তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান হ্যামিলটনকে আউট করতেই কপিল দেবকে টপকে যান ইশান্ত৷
আরও পড়ুন - ফিফার বর্ষসেরার দৌড়ে মেসি-রোনাল্ডোর সঙ্গে ভ্যান ডিক
ভারতীয় বোলারদের মধ্যে এশিয়ার বাইরে ৪৫টি টেস্টে ১৫৫টি উইকেট নেন কপিল দেব। কিংস্টনে কপিলকে টপকে যান ইশান্ত। ৪৬ টেস্টে এখন পর্যন্ত ১৫৭টি উইকেট নিয়েছেন ইশান্ত। তবে ভারতীয় বোলারদের মধ্যে এসিয়ার বাইরে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে এক নম্বরে রয়েছেন অনিল কুম্বলে। ৫০টি টেস্টে ২০০টি উইকেট নেন তিনি।