ISL 2022-23: নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন দিমিত্রিয়স পেট্রাটস

ISL 2022-23: দিমিত্রিয়স পেট্রাটসের বাবা অ্যাঞ্জেলো অস্ট্রেলিয়ার জাতীয় লিগে নিয়মিত ফুটবলার ছিলেন। দেশের সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবলে একই পরিবারের এতজন সদস্যকে আগে কখনও খেলতে দেখা যায়নি অস্ট্রেলিয়ায়। সারা বিশ্বের ক্ষেত্রেও এটা বেনজির হলেও হতে পারে। এখানেই শেষ নয়। দিমি-রা নিউক্যাসল জেটসের হয়ে খেলার সময় তাঁদের আর এক ভাই ম্যাকি অনূর্ধ্ব ১৭-য় খেলা শুরু করেন। আরও আছে। পেট্রাটস যখন কিশোর তখন তিনি বাবার সঙ্গে এক দলে খেলেছেনও।

Updated By: Oct 9, 2022, 03:42 PM IST
ISL 2022-23: নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন দিমিত্রিয়স পেট্রাটস
গোল করার জন্য মুখিয়ে রয়েছেন দিমিত্রিয়স পেট্রাটস।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন মরসুমের আইএসএল (ISL 2022-23) অভিযান শুরু করার আগে জল্পনার অবসান ঘটালেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নতুন বিদেশি দিমিত্রিয়স পেট্রাটস (Dimistrios Petratos)। হেড কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferando) তাঁকে কি 'নাম্বার নাইন' হিসেবে দলে ব্যবহার করবেন? এত দিন এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। নাকি এত দিন তিনি যা করে এসেছেন, অর্থাৎ 'নাম্বার টেন'-এর কাজ, সেটাই ভারতে এসে করবেন, সেটা নিয়ে ফুটবল মহলে চলছিল অনেক অঙ্ক কষাকষি। ‘দিমি’ (তাঁর ডাকনাম) নিজেই জানিয়ে দিলেন, আসন্ন আইএসএল-এ তাঁর কাজ গোল করা এবং এই ভূমিকায় নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবেন।

কোচ ফেরান্দো এমন একজন স্ট্রাইকার চেয়েছিলেন, যিনি প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। পেট্রাটস সে রকমই একজন ফুটবলার, যিনি দেশ ও ক্লাবের হয়ে এই দুই ভূমিকা ছাড়াও উইঙ্গার হিসেবেও খেলেছেন। পাঁচ ফুট ন’ইঞ্চির পেট্রাটস মূলত অ্যাটাকিং ফুটবলার। গোলের সুযোগ তৈরি করেন তিনি। তাঁর পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, তিনি যত না গোল করেছেন, গোলের সুযোগ তৈরি করেছেন অনেক বেশি। ‘নাম্বার নাইন’ এর ভূমিকার চেয়ে ‘নাম্বার টেন’ হিসেবেই বেশি সফল হয়েছেন তিনি। অন্তত তাঁর অতীতের রেকর্ড সে রকমই বলছে। তবে ফেরান্দো যে তাঁকে স্ট্রাইকারের ভূমিকাতেই চাইছেন, সে রকম ইঙ্গত দিলেন পেট্রাটস নিজেই। 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

সোমবার আইএসএল-এ প্রথম ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ চেন্নাইয়ন এফসি। চেনা যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবেন প্রীতম কোটাল-জনি কাউকোরা। এর আগে পেট্রাটস নিজের ভূমিকা নিয়ে বলেন, 'আমার কাজ গোল করে দলকে সাহায্য করা। সমর্থকদের এটাই বলতে পারি যে, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

ডুরান্ড কাপ ও এএফসি কাপের সেমিফাইনালে দল স্ট্রাইকারের অভাবে ভুগেছে। প্রচুর গোলের সুযোগ তৈরি হয়েও তা হাতছাড়া হয়েছে। এ বার তাই পেট্রাটসের ওপর গোল করার দায়িত্ব দিয়েছেন কোচ। এই বাড়তি দায়িত্ব তাঁকে চাপেও ফেলে দিতে পারে। তবে তিনি বলছেন, 'সত্যি বলতে, চাপ উপভোগ করি আমি। তাই এই চ্যালেঞ্জটা নিতে চাই।' 

আরও পড়ুন: Lionel Messi and Cristiano Ronaldo: 'এলএম টেন', 'সিআর সেভেন'-কে টপকে গেলেন এক ফরাসি ফুটবলার! কে তিনি?

আরও পড়ুন: Brazil, FIFA Qatar World Cup 2022: ফিফা তালিকার শীর্ষে থেকেই বিশ্বকাপে নামছে নেইমারের ব্রাজিল

আইএসএল-এ তাঁর ব্যক্তিগত লক্ষ্য কী, তাও পেট্রাটস স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেন,'নিজের ফুটবলকে উপভোগ করা এবং দলকে জেতানো। সবার আগে খেলাটাকে উপভোগ করতে হবে। বাকিগুলো আপনিই চলে আসবে। এখন মাঠে নেমে সেটা পরখ করার পালা। আশা করি, আমাদের খেলা দেখতে প্রচুর সমর্থক আসবেন। তাঁদের কাছে অনুরোধ, সবাই মিলে এসে আমাদের জন্য গলা ফাটান, যাতে আমরা ভাল খেলে তিন পয়েন্ট জিততে পারি।' 

এক নতুন দেশ, নতুন লিগ, যেখানে আগেও খেলেছেন একাধিক অস্ট্রেলিয়ান, এখনও খেলছেন। ভারতে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের কয়েকজনের সঙ্গে কথাও বলে নিয়েছেন বলে জানান ৩০ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার। বলেন, 'যারা এখানে খেলে গিয়েছে, তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে আমার। এই দেশ, এখানকার ফুটবল, লিগ নিয়ে তারা অনেক ভাল ভাল কথা বলেছে। তাই এখানে পরিবার নিয়েই চলে এসেছি।' 

ভারতে এসে পড়েছেন যখন, তখন শুধুই সামনে তাকানোর পালা। লক্ষ লক্ষ সমর্থক তাঁর দিকে তাকিয়ে রয়েছেন, রয় কৃষ্ণার মতো গোলমেশিন হয়ে উঠবেন, এই আশা নিয়ে। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে থাকা এই স্ট্রাইকার সবুজ-মেরুনের অগণিত সমর্থকের মনে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.