চুক্তি-জটে বিপাকে East Bengal, নভেম্বরে শুরু হচ্ছে ISL

করোনা বিধি মেনে এবারও একটা ভেনুতেই অনুষ্ঠিত হবে গোটা টুর্নামেন্ট। 

Updated By: Jun 17, 2021, 10:25 PM IST
চুক্তি-জটে বিপাকে East Bengal, নভেম্বরে শুরু হচ্ছে ISL

নিজস্ব প্রতিবেদন: করোনা বিধি মেনে এবারও একটা ভেনুতেই অনুষ্ঠিত হবে গোটা টুর্নামেন্ট। স্টেডিয়ামে থাকবে জৈব নিরাপত্তা বলয়ও। ২০২১-২২ মরশুমের আইএসএল শুরু হবে ১৯ নভেম্বর। চলবে ২০ মার্চ পর্যন্ত। ভেনু চুড়ান্ত হয়নি এখনও। তবে গোয়ার দিকেই পাল্লা ভারী।

এবার আইসিএল-কে কি ইস্টবেঙ্গল খেলবে নাকি ১০টি দলকে নিয়েই টুর্নামেন্ট? গতকাল ইস্টবেঙ্গল-সহ প্রতিটি ক্লাবের সঙ্গে বৈঠক করেছে এফএসডিএল। লাল-হলুদ শিবিরে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত তাদের চুক্তি জটিলতা কাটিয়ে সমাধানসূত্রে বের করতে হবে। এমনকী, শেষবেলায় শ্রী সিমেন্টের পরিবর্তে অন্য কোনও বিনিয়োগকারী সংস্থাকে এনে আইএসএল খেলা যাবে না। যদি শেষপর্যন্ত জট না কাটে, তাহলে এফএসডিএল চূড়ান্ত পদক্ষেপ করতে বাধ্য় হবে। অর্থাত্‍ ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে আইএসএল হবে। প্রয়োজনে ১০ দলই খেলবে, নতুন দলের সংযোজন হবে না। ফলে বল এখন লাল-হলুদের কোর্টে। কোন পথে হাঁটবে লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাবটি? এখন সেটাই দেখার।

আরও পড়ুন: WTC Final 2021: সুযোগ পেলেন না ঋদ্ধিমান, কারা থাকছেন প্রথম একাদশে? ঘোষণা BCCI-র

বৈঠকে এফএসডিএল তরফে  আরও জানানো হয়েছে, প্রত্যক দলকে অনূর্ধ্ব-২১ একটা দল রাখতে হবে। যা ডেভলপমেন্ট লিগে খেলবে। তবে এই মরসুমে সেই লিগ হওয়ার সম্ভাবনা কম।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.