জাতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন, কেকেআরের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী

বুঝতে পারছি না আমার সঙ্গে ঠিক কী হচ্ছে।

Updated By: Oct 27, 2020, 09:26 PM IST
জাতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন, কেকেআরের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী
ছবি সৌজন্যে: আইপিএল

নিজস্ব প্রতিবেদন:  আইপিএল ২০২০ তে  ভালো খেলার সুফল হাতে নাতে পেয়ে গেলেন কেকেআরের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেন বরুণ।

গত বছর আগে আইপিএলে অভিষেক হয়েছিল। পঞ্জাবের হয়ে একটা ম্যাচ খেলে চোট পেয়ে বাইরে চলে যান। ২০২০ তে কেকেআর-এর জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন। রহস্যময় স্পিনার হিসেবে ইতিমধ্যেই বরুণ চক্রবর্তীকে ঘিরে চর্চা শুরু হয়েছে। দিল্লির বিরুদ্ধে ৫ উইকেট পাওয়ার পর অপ্রত্যাশিতভাবে জাতীয় দলে সুযোগটা চলে এল তাঁর কাছে। আইপিএলে মাত্র দশ ম্যাচ খেলে জাতীয় দলে সুযোগ পাবেন এমনটা বোধহয় বরুণও কল্পণা করতে পারেনি।

আইপিএলের মাঝে হঠাৎ করেই দেশের জার্সিতে খেলার সুযোগ পাওয়ায় বিস্ময় প্রকাশ করলেন বরুণ। তিনি বলেন, "বুঝতে পারছি না আমার সঙ্গে ঠিক কী হচ্ছে।"

এরপর বিসিসিআই টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ বলেন, "পাঞ্জাব ম্যাচ শেষে জানতে পারি আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি। আমার কাছে এটা অবাস্তব বলে মনে হচ্ছে। কী ভাবে যে আমি ভাষায় প্রকাশ করব বুঝতে পারছিনা। আইপিএলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাওয়াটাই প্রাথমিক লক্ষ্য ছিল। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর আশা করি দেশের জার্সিতেও ধারাবাহিকতা ধরে রাখতে পারব। নির্বাচকরা আমার ওপর আস্থা রাখায় তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি।"

আরও পড়ুন- IPL 2020: কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জিতে সদ্য প্রয়াত বাবার কথা মনে করলেন মনদীপ

.