জন্মদিনের আগে মাইলস্টোন ছোঁয়া হল না মেসির, কষ্টের জয় বার্সেলোনার

আজ ৩৩ তম জন্মদিন ফুটবল যুবরাজের।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 24, 2020, 12:13 PM IST
জন্মদিনের আগে মাইলস্টোন ছোঁয়া হল না মেসির, কষ্টের জয় বার্সেলোনার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: জন্মদিনের আগের রাতে মাইলস্টোন ছোঁয়া হল না লিওনেল মেসির। ৬৯৯ তেই দাঁড়িয়ে থাকলেন আর্জেন্টিনিয় সুপারস্টার। কেরিয়ারে ৭০০ গোলের জন্য অপেক্ষা আরও বাড়ল এলএমটেনের। আজ ৩৩ তম জন্মদিন ফুটবল যুবরাজের।

তার আগে মঙ্গলবার রাতে লা লিগায় বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক বিলবাওয়ের। ন্যু ক্যাম্পে বিলবাওয়ের বিরুদ্ধে আগের এগারোটা ম্যাচে দশটা গোল ছিল মেসির। তাই মেসি ভক্তরা ধরেই নিয়েছিলেন যে ৭০০ তম গোল করেই নিজের জন্মদিন সেলিব্রেট করবেন বার্সা সুপারস্টার। সেই আশা অবশ্য পূর্ণ হয়নি।

তবে বিলবাওয়ের বিরুদ্ধে বার্সার জয়ে ছাপ ফেলে গেলেন এলএমটেন। খেলা শেষ হওয়ার কুড়ি মিনিট আগে মেসির পাস থেকেই জয়সূচক গোল করেন ক্রোয়েশিয়ার ইভান র‍্যাকিটিচ। কাতালান ক্লাবের হয়ে মেসির এটি ২৫০তম অ্যাসিস্ট। র‍্যাকিটিচের একমাত্র গোলেই ন্যু ক্যাম্পে জয় পেল বার্সা।

মঙ্গলবার রাতে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি মেসিদের। তবে কষ্টার্জিত জয়ের পর লা লিগার পয়েন্ট তালিকায় ফের শীর্ষে চলে এল বার্সেলোনা। তবে বুধবার রাতে মেসিদের পেছনে ফেলে ফের এক নম্বরে উঠে আসার সুযোগ থাকছে রিয়ালের সামনে। ঘরের মাঠে মায়োরকাকে হারালেই লা লিগার এক নম্বরে উঠে আসবে জিদানের দল।

আরও পড়ুন - ২০২১ সালে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল ফিফা

.