Jasprit Bumrah: ছিটকেই গেলেন রোহিত, বার্মিংহ্যামে অধিনায়ক বুমরা
কপিল দেবের পর ভারতের দ্বিতীয় জোরে বোলার হিসাবে দীর্ঘ ৩৬ বছর পর দেশকে নেতৃত্ব দেবেন বুমরা।
নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান। প্রত্যাশা মতোই বার্মিংহ্যামে অধিনায়কত্বের ব্যাটন উঠল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) হাতে। ইমেইল মারফত জানিয়ে দিল বিসিসিআই।কপিল দেবের পর ভারতের দ্বিতীয় জোরে বোলার হিসাবে দীর্ঘ ৩৬ বছর পর দেশকে নেতৃত্ব দেবেন বুমরা। জাতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা গতকালই ইঙ্গিত দিয়েছিলেন যে, রোহিত না খেললে নেতৃত্ব দেবেন বুমরাই। তাঁর কথাই প্রমাণিত হল এদিন। রঞ্জিতে নেতৃত্ব না দিয়েই জাতীয় দলের নেতা হলেন বুমরা। নজির গড়লেন আহমেদাবাদের বছর আঠাশের বাসিন্দা।
লেস্টারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলার সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এখনও নিভৃতবাসে রয়েছেন তিনি। রোহিতের তৃতীয় কোভিড পরীক্ষার (আরটিপিসিআর) রিপোর্টও পজিটিভ এসেছে। ফলে রোহিত ছিটকে গেলেন এজবাস্টন টেস্ট থেকে। বৃহস্পতিবার ভারতের ঐচ্ছিক প্রস্তুতি ছিল। রাহুল দ্রাবিড়ের সঙ্গে পিচ পরিদর্শনে এসেছিলেন বুমরা। তখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল যে, বুমরা কাঁধেই গুরুদায়িত্ব উঠতে চলেছে। আর সেটাই সত্যি হল কয়েক ঘণ্টার মধ্যে। গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে এই বুমরাকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বিসিসিআই। আর এই কয়েক মাসের মধ্যে ভাগ্যের ফেরে বুমরা হয়ে গেলেন অধিনায়ক, যদিও স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন।
১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন কপিল। সেই সিরিজে ২-০ ব্যবধানে ডেভিড গাওয়ারের ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। বুমরা এজবাস্টনে টস করতে নামলে, তিনি সরকারি ভাবে হবেন দ্বিতীয় জোরে বোলার যিনি দীর্ঘ ৩৬ বছর পর দেশকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: বিরল নজির, রঞ্জিতে নেতৃত্ব না দিয়েই জাতীয় দলে নেতা হলেন জসপ্রীত বুমরা
আরও পড়ুন: England vs India, 5th Test: অ্যান্ডারসনকে নিয়েই ভারতের বিরুদ্ধে আগুনে একাদশ ইংরেজদের