ফেডেরার বিজয়রথ থামিয়ে 'সিজার'কে জয় উত্সর্গ দেল পোত্রোর
অবশেষে ২০১৮ সালে প্রথম হারের স্বাদ পেলেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এসে হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে থামলেন ফেডেক্স।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে ২০১৮ সালে প্রথম হারের স্বাদ পেলেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এসে হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে থামলেন ফেডেক্স।
Una final inolvidable. Gracias pic.twitter.com/FAYehxbAsI
— Juan M. del Potro (@delpotrojuan) March 19, 2018
অস্ট্রেলিয়ান ওপেন ও রটারডাম ওপেন জয়ের পর দুরন্ত গতিতেই ইন্ডিয়ান ওয়েলসে এগোচ্ছিলেন রজার ফেডেরার। ২০১৮ সালে টানা ১৮ ম্যাচ জিতে আটকে গেলেন তিনি। বারো বছর আগের ব্যক্তিগত রেকর্ড ভেঙেছেন নিজেই। ২০০৬ সালে ১৬টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেই ভেঙে দেন ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে। কিন্তু ফাইনালে ২ ঘন্টা ৪২ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে দেল পোত্রোর কাছে ৬-৪,৬-৭,৭-৬ গেমে হার মানলেন ৩৬ বছর বয়সী ফেডেরার। হেরে দেল পোত্রোর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন রজার ফেডেরার।
What a battle today. Congrats on a fantastic tournament and match, @delpotrojuan pic.twitter.com/bqf4LyL1B8
— Roger Federer (@rogerfederer) March 19, 2018
অন্যদিকে ফেডেরারকে হারিয়ে সেই জয় 'সিজার'কে উত্সর্গ করলেন আর্জেন্তিনিয় দেল পোত্রো। গতমাসেই তাঁর প্রিয় কুকুর সিজারের যে মৃত্যু হয়েছে।
How cute is this.
Delpo dedicates his win to Cesar, his dog who died last month pic.twitter.com/krc8RqgTw0
— Luigi Gatto (@LuisGatTWI) March 18, 2018
আরও পড়ুন- প্র্যাকটিস করেই সব শট খেলেছেন, জানালেন 'ভারতের মিয়াঁদাদ'