পিএসজি রেকর্ড অর্থে নেইমারকে নেওয়ায় খোঁচা দিলেন কার্ল হেইঞ্জ রুমেনিগে

Updated By: Aug 11, 2017, 10:08 AM IST
পিএসজি রেকর্ড অর্থে নেইমারকে নেওয়ায় খোঁচা দিলেন কার্ল হেইঞ্জ রুমেনিগে

ওয়েব ডেস্ক : নেইমারের থেকে স্টেডিয়াম শ্রেয়। পিএসজি রেকর্ড অর্থে নেইমারকে নেওয়ায় খোঁচা দিলেন বায়ার্ন মিউনিখ সিইও এবং জার্মান কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমেনিগে। অবাক এই বায়ার্ন শীর্ষকর্তার দাবি নেইমারের পিছনে এত অর্থ ঢালার বদলে সেই অর্থ দিয়ে নতুন একটা স্টেডিয়াম তৈরি করাই ভাল। দুহাজার পাঁচ সালে আলিয়াঞ্জ এরিনা তৈরি করতে তিনশো ছেচল্লিশ মিলিয়ন ইউরো লোন নিয়েছিল বায়ার্ন মিউনিখ। নেইমারকে নিতে দুশো বাইশ মিলিয়ন ইউরো খরচ করেছে পিএসজি। রুমেনিগের দাবি বায়ার্ন একজন ফুটবলারের পিছনে এত অর্থ কখনই খরচ করবে না। তাঁর বক্তব্য ফুটবলার কিনতে অর্থ খরচ করার ব্যাপারটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

আরও পড়ুন প্রোদুনোভাকে বিদায় জানালেন জিমনাস্ট দীপা কর্মকার

এবছরে  ফুটবলার কেনার ব্যাপারে বোধহয় গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চায় প্যারিস সেইন্ট জার্মেইন। মনে হচ্ছে টাকার গাছ গজিয়েছে ক্লাবে।  সবে নেইমারকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কিনেছে স্পেনের এই ক্লাবটি। এবার পিএসজি কর্তাদের নজর মোনাকোর ফুটবলার কাইলিয়ান এমবাপ্পের দিকে। শোনা যাচ্ছেন তরুণ এই ফুটবলারকে কিনতে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে সতেরোশো কোটি টাকা পর্যন্ত দিতে তৈরি পিএসজি কর্তারা।  কারণ ইতিমধ্যেই এমবাপ্পেকে নিতে ঝাঁপিয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

আরও পড়ুন  শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কে কে থাকছেন না জানুন

.