মৃত্যুকে হারিয়ে খালি এবার রিংয়ে পা ভাঙলেন তিন বিদেশি কুস্তিগিরের

একেবারে খোঁচা খাওয়া বাঘের প্রত্যাবর্তন যাকে বলে।  ক দিন আগে কুস্তির রিংয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিতে ফেরা দলীপ সিং রানা মানে আমাদের খালি ফের কুস্তির রিংয়ে ফিরলেন। শুধু ফেরা নয়, খোঁচা খাওয়া বাঘের মত কুস্তির রিংয়ে ফিরে তিন বিদেশি কুস্তিগিরকে হারিয়ে দিলেন। শোনা যাচ্ছে খালির বিরুদ্ধে হেরে পা ভেঙে গিয়েছে ওই তিন বিদেশি কুস্তিগিরের। দেরাদুনে রিংয়ে নেমে খালি বুঝিয়ে দিলেন মৃত্যুকে হারিয়ে তিনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিলেন। মাথায় ব্যান্ডেজ বেধেই রিংয়ে নেমে ছিলেন খালি।

Updated By: Mar 1, 2016, 03:12 PM IST
মৃত্যুকে হারিয়ে খালি এবার রিংয়ে পা ভাঙলেন তিন বিদেশি কুস্তিগিরের

ওয়েব ডেস্ক: একেবারে খোঁচা খাওয়া বাঘের প্রত্যাবর্তন যাকে বলে।  ক দিন আগে কুস্তির রিংয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিতে ফেরা দলীপ সিং রানা মানে আমাদের খালি ফের কুস্তির রিংয়ে ফিরলেন। শুধু ফেরা নয়, খোঁচা খাওয়া বাঘের মত কুস্তির রিংয়ে ফিরে তিন বিদেশি কুস্তিগিরকে হারিয়ে দিলেন। শোনা যাচ্ছে খালির বিরুদ্ধে হেরে পা ভেঙে গিয়েছে ওই তিন বিদেশি কুস্তিগিরের। দেরাদুনে রিংয়ে নেমে খালি বুঝিয়ে দিলেন মৃত্যুকে হারিয়ে তিনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিলেন। মাথায় ব্যান্ডেজ বেধেই রিংয়ে নেমে ছিলেন খালি।

ক দিন আগে হাল্দওয়ানিতে তাঁর কুস্তি প্রতিযোগিতা কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেনমেন্টের প্রচারে গিয়েছিলেন তিনি৷ সেখানেই দুই বিদেশি কুস্তিগির তাঁর মাথায় চেয়ারের বাড়ি মারেন৷ সঙ্গে সঙ্গে খালির মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে৷ তাঁকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়৷ মাথায় সাতটি সেলাই পড়েছে প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নের৷ দেরাদুনে এনে ম্যাক্স হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে৷ ডাক্তররা নিষেধ করলেও দেরাদুনে ব্যান্ডেজ বেধেই রিংয়ে নেমে পড়েন খালি।

 

Tags:
.