এখন 'হ্যাপি ফ্যামিলি' ইস্টবেঙ্গল!

সোমবারই টিডি সুভাষ ভৌমিক এবং কোচ খালিদ জামিলকে একসঙ্গে অনুশীলন করাতে দেখা গেল।

Updated By: Mar 27, 2018, 11:08 AM IST
এখন 'হ্যাপি ফ্যামিলি' ইস্টবেঙ্গল!

ওয়েব ডেস্ক : মান-অভিমানের পালা কি তবে শেষ? দিন কয়েকের টালবাহানা শেষে সুভাষ-খালিদ যুগলবন্দীর দেখা মিলল সোমবার ইস্টবেঙ্গল অনুশীলনে।  

টিডি হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে দলকে একাই অনুশীলন করাচ্ছিলেন সুভাষ ভৌমিক। কোচ খালিদ জামিল এলেও সাইড লাইনে কিংবা ড্রেসিংরুমে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এরপর সোমবারই টিডি সুভাষ ভৌমিক এবং কোচ খালিদ জামিলকে একসঙ্গে অনুশীলন করাতে দেখা গেল।

অনুশীলন শেষে এদিন সুভাষ ভৌমিক বলেই দিলেন, "এটাই তো হওয়ার ছিল। আমি আর খালিদ একসঙ্গে অনুশীলন করাব।" তবে কি হ্যাপি ফ্যামিলি? এই প্রশ্নের উত্তরে সুভাষিত জবাব, "সবসময়ই হ্যাপি ফ্যামিলি। একটা পরিবারে স্বামী-স্ত্রীর তখনই ভাব থাকে যতক্ষণ স্বামী ঘরে টাকা নিয়ে আসে।" রবিবার আমনা-কাটসুমির ঝামেলাও নাকি কোনও ঘটনাই নয়। সোমবার দু'জনে একসঙ্গে কফি খেয়েই অনুশীলন করতে এসেছেন বলে জানান সুভাষ ভৌমিক।

আরও পড়ুন- কমনওয়েলথে ৩২৫ সদস্যের ভারতীয় দল পাঠাচ্ছে ক্রীড়ামন্ত্রক

এদিকে এডুর চোট তেমন গুরুতর না হওয়ায় সুপার কাপের আগে স্বস্তি লাল-হলুদ শিবিরে। সুপার কাপের প্রস্তুতি প্রসঙ্গে সুভাষ ভৌমিক জানান, "উন্নতি করছে। পাসিং ভাল খেলছে। মুভ করছে দলটা। অরগানাইজেশন আরও ভাল করতে হবে। ডিফেন্সিভ অরগানাইজেশনের দিকে নজর দিতে হবে। দল হিসেবে উন্নতি করাই এখন লক্ষ্য।" বুধবার থেকে অনুশীলনে যোগ দেবেন এডু। মঙ্গলবার কলকাতায় চলে আসছেন দলের স্ট্রাইকার ডুডু ওমেগবামি। 

আরও পড়ুন- রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছাড়লেন স্মিথ

.